বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ডেঙ্গু বিষয়ক আলোচনা সভা ও র‌্যালি

মিয়া বাবলা, চট্টগ্রামঃ-
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ডেঙ্গু বিষয়ক আলোচনা  সভা ও র‌্যালি সম্পন্ন উক্ত  আলোচনা সভায় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ বলেছেন, ডেঙ্গু  মোকাবেলা আমাদের সকলকে সচেতন হতে হবে। বাড়ি ঘরের চারি পাশে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে  হবে। অফিসের আশাপাশে ড্রেনে ময়লা আবর্জনার স্তুপ যেন না থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। আমরা এরই মধ্যে শুনেছি ও জেনেছি ডেঙ্গুতে আক্রান্ত হলে জ্বরের তাফ মাত্রা বেশি থাকে এবং আরো বিভিন্ন লক্ষণ দেয়া দেয়। ডেঙ্গু রোগে  আক্রান্ত হলে আতংকিত না হয়ে চিকিৎসকের   পরামর্শ  নিতে হবে। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সকল কর্মকর্তা ও কর্মচারীরা শুধু নয়, প্রতিবেশী সকলেই স্বাস্থ্য সচেতন হতে হবে। সরকার ইতিমধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে এবং জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী পালন করছে। তিনি আরো বলেন প্রয়োজনে সকলকে মানুষের পাশে দাঁড়াতে হবে। কোন অবস্থাই বাড়ির পাশে পানি জমে মশার প্রজনন বৃদ্ধি হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সতর্কতা অবলম্বনে পরিবারের সকলকে পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিতে হবে। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তরের সাত রাস্তার মোড়ে র‌্যালি পূর্বক সমাবেশে রেলওয়ে কর্মকর্তা- কর্মাচারী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহা ব্যবস্থাপক সরদার শাহাদাত আলী, প্রধান প্রকৌশলী সবুক্তগীন, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এস এম মুরাদ হোসেন, প্রধান যন্ত্র প্রকৌশলী মো. মিজানুর রহমান, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আহাদুর রহমান ও সহকারী ব্যবস্থাপক মো. মিজানুর রহমান প্রমূখ। র‌্যালীতে রেলওয়ে পাবলিক স্কুল, পাহাড়তলী রেলওয়ে স্কুল ও  পলোগ্রাউন্ড রেলওয়ে স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ১০৬ টাকার ওডোমস ৬৫০, লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধডেঙ্গুজ্বর এতিম করলো ভিকারুননিসার দুই ছাত্রীকে