আন্তর্জাতিক ডেস্ক :
আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কোনো হিন্দু সেই দেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছে না। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর পরই ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করে, বাংলাদেশে নিপীড়নের শিকার হচ্ছেন হিন্দুরা। তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। এমনকি সংবাদমাধ্যমগুলো সহিংসতার ভুয়া ছবি ও সংবাদ প্রচার শুরু করে।
হিমান্ত শর্ম জানিয়েছেন, গত এক মাসে একজন হিন্দুকেও ভারতে আসার চেষ্টা করতে দেখা যায়নি।
তিনি বলেন, ‘হিন্দুরা বাংলাদেশে আছেন এবং তারা লড়াই করছেন।’