বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) মিলনমেলা

পপুলার২৪নিউজ ডেস্ক: : দিনভর আড্ডা, গান, খেলাধুলা, ফটোসেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বীমা সাংবাদিকদের মিলনমেলা। নারায়ণগঞ্জের বরফকল ঘাটে বিআইডব্লিউটিএ’র চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কে শুক্রবার অনুষ্ঠিত হয় এ মিলন মেলা। ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) এর আয়োজক।
বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থার আইডিআরএ’র কর্মকর্তা, বীমা কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা, জনসংযোগ কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের বীমা বিটে কর্মরত সংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এবারের মিলনমেলায় অংশ নেন।

আয়োজকরা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে বীমা সংবাদিকদের বহনকারী দু’টি বাস। এর আগে সকাল ৮টার দিকে প্রেসক্লাবের সামনে সকলে জমায়েত হন এবং স্থানীয় একটি হোটেলে সকালের নাস্তা গ্রহণ করেন। বেলা ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কে পৌঁছে সংবাদিকদের বহনকারী বাস। পার্কে পৌঁছার পরই ছড়িয়ে পড়েন সবাই। খুঁজে ফেরেন কোথায় কি রয়েছে। ছোট ছেলে-মেয়েরা আনন্দে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে। তবে পার্কে ঢুকতেই চোখে পড়ে ভয়ঙ্কর চেহারার বিশালাকার গরিলা। যা দেখে প্রথমে ছোটদের অনেকেই ভয় পেয়ে যায়।ইন্স্যুরেন্সনিউজবিডি

শীতলক্ষ্মার বুকে ভেসে থাকা পার্কের প্রমোদতরীতে ছিল বনভোজনের মূল আয়োজন। পুরনো জাহাজে গড়ে তোলা এই অবকাঠামো সবার মন কেড়েছে। ছোটদের খেলাধুলাসহ দুপুরের খাবার, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানও হয় সেখানে।
পার্কের বিভিন্ন রাইডে চড়ে ছোট-বড় সবাই আনন্দ খুঁজে পেয়েছে। দিনভর সূর্যের তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও শীতলক্ষ্মার বুক জুড়ে বয়ে চলা বাতাসে সবাই খুঁজে পেয়েছে স্বস্তি। দুপুরের খাবারের পাশাপাশি পার্কের খন্দকার চা ও কফি সবাই উপভোগ করেছে। তপ্ত আবহাওয়াতেও স্বস্তি এনেছে আইসক্রিম।
বিকেল ৪টার পরে শুরু হয় র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। ছোটদের খেলায় সবার জন্যই ছিল পুরস্কার। তাই কারো মন খারপা হওয়ার সুযোগ ছিল না। তাছাড়া র‌্যাফেল ড্র’তেও ছিল সবার নাম। উপহার ছোট হোক বা বড়, তা সকল সদস্যের জন্যই ছিল। তবে আকর্ষণীয় ছিল প্রথম তিনটি পুরস্কার, স্মর্টফোন। বনভোজন আয়োজন কমিটির আহবায়ক গোলাম মওলা বলেন, কর্মব্যস্ত জীবনে আমাদের এই ছোট্ট আয়োজন একদিনের জন্য হলেও সবার একঘেয়েমিতাও দূর করেছে। বর্ণাঢ্য এ আয়োজন সবাই উপভোগ করেছে। সহকর্মী এবং পরিবারের সদস্যরা একত্র হতে পেরে দিনভর আমাদের আনন্দের সীমা ছিল না।

অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) কাজী মনোয়ার হোসেন, পরিচালক (উপ-সচিব) একেএম ফজলুল হক, জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান, প্রাইম ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনির অংশগ্রহণ আমাদের আনন্দটা আরো বাড়িয়েছে। আইআরএফ’র সভাপতি রেজাউল হক কৌশিক বলেন, বীমাখাতের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই জড়িত আছেন সবাই একটি ফ্যামিলির মতো। আমরা চাই সবার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। দুর্বলতাগুলো দূর করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এগিয়ে নিতে চাই আমাদের বীমাখাতকে। এটাই এ আয়োজনের মূলমন্ত্র।

পূর্ববর্তী নিবন্ধসুবর্ণচরের সেই ধর্ষক রুহুল আমিনের জামিন বাতিল
পরবর্তী নিবন্ধজাসিন্দা আরডানকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার দাবি