স্পোর্টস ডেস্ক : বর্ণবাদী আচরণের চরম রূপ দেখালেন ভ্যালেন্সিয়া সমর্থকরা। মুখে যা আসে তাই বললেন, যা শুনে ২২ বছরের ভিনিসিয়ুস জুনিয়র কেঁদে ফেললেন মাঠেই।
রোববার রাতে রিয়াল মাদ্রিদ আর ভ্যালেন্সিয়ার ম্যাচে বর্ণবাদী আচরণ ছাড়িয়ে গেলো সীমা। টার্গেট রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার ভিনিসিয়ুস।
ভ্যালেন্সিয়ার সমর্থকরা শুরু থেকেই চড়াও ছিল তার ওপর। বর্ণবাদী কথাবার্তা বলছিল। এক পর্যায়ে একজনকে বলতে শোনা যায়-ভিনিসিয়ুস, তুমি মরো। শুনে কেঁদে ফেলেন ভিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিনির কান্নার ভিডিও।
এই ম্যাচে বারবার ভিনিসিয়ুসকে বর্ণবাদী আক্রমণ করা হয়। রিয়ালের গোলরক্ষক থিবো কর্তোয়া জানিয়েছেন, খেলা শুরুর আগেই স্বাগতিক দর্শকদের কেউ কেউ ‘বানর-বানর’ বিদ্রুপে বাতাস ভারি করছিলেন। লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তিও জানান, ভ্যালেন্সিয়ার মাঠে পুরোপুরি বর্ণবাদী পরিবেশ ছিল।
হট্টগোলের এই ম্যাচে শেষ পর্যন্ত প্রতিপক্ষের সঙ্গে লেগে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। ম্যাচ শেষে ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেছেন বর্ণবাদের শিকার হওয়া এই ফুটবলার। রোনালদিনহো-রোনাল্ডো-ক্রিশ্চিয়ানো -মেসিদের লিগ এখন বর্ণবাদীদের দখলে চলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।