বরগুনায় স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩, অস্ত্র ও মাদক উদ্ধার

 পপুলার২৪নিউজ  ডেস্ক:

বরগুনায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের বাসা থেকে দেশি অস্ত্রসহ ৩০০ পিস ইয়াবা, দুই গ্রাম হেরোইন, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। শনিবার দুপুরে বরগুনার কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকার বাসিন্দা আবদুল খবির মাস্টারের ছেলে মো. হিমু (৪০), হেউলিবুনিয়া এলাকার আবদুল আজিজ হাওলাদারের ছেলে মো. মাহফুজুর রহমান প্রিন্স (৩০) এবং তার স্ত্রী দক্ষিণপূর্ব হেউলিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. স্বর্ণা (২৫)।

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলেজিয়েট স্কুলসংলগ্ন একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাসা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা দেশি অস্ত্রসহ ৩০০ পিস ইয়াবা, দুই গ্রাম হেরোইন, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বরগুনার গোয়েন্দা পুলিশের ওসি শেখ আবদুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান ‌ওসি।

পূর্ববর্তী নিবন্ধসানির ‘চাপ নিস না’তে মজেছে ইউটিউব (ভিডিও)
পরবর্তী নিবন্ধপৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়