বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগীর লোকালয়ে ঘুরছে বিলুপ্তপ্রায় প্রজাতির মুখপোড়া হনুমান। কেউ খাবার দিলেই সানন্দে গ্রহণ করছে হনুমানটি। গত কয়েকদিন ধরে উপজেলার পৌরসভায় অবস্থান করছে হনুমানটি। কখনো ঘরের চালে, কখনো গাছের ডালে আবার কখনো বাজারের দোকানের সামনে বসে থাকছে এই প্রাণিটি।
এলাকা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে দেখা মিলছে হনুমানটির। এলাকাবাসী কলা, বিস্কুট, বাদাম, কেক যা ছুঁড়ে দিচ্ছে সেটাই গ্রহণ করছে হনুমানটি। হঠাৎ করেই লোকালয়ে আসা হনুমানটির লাফ-ঝাঁপ দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। ফলে প্রাণের ভয়ে নিজের স্থান বারবার পরিবর্তন করছে হনুমানটি।
সবশেষ বৃহস্পতিবার পৌরশহরের মানিক খাঁন মার্কেটের সামনে একটি গাছে হনুমানটিকে বসে থাকতে দেখা যায়। কিছু উৎসুক জনতা তাকে বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে। হনুমানটি খিদে পেলে দেয়াল বা উঁচু স্থান থেকে নিচে নেমে আসছে। আশপাশে ঘুরে আবার ওপরে উঠে যাচ্ছে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’