বরখাস্ত বায়ার্ন মিউনিখ কোচ

পপুলার২৪নিউজ ডেস্ক :
বরখাস্ত বায়ার্ন মিউনিখ কোচ

জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করা হয়েছে। প্যারিজ সেইন্ট জার্মেইন (পিএসজি) -এর মাঠে ৩-০ গোলে হেরে যাওয়ার পর গতকাল বৃহস্পতিবার জরুরি সভা ডেকে এ সিদ্ধান্তটি নেয়া হয়।
নতুন কোচ নির্বাচনের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন কার্লো আনচেলত্তির সহকারী উইলি সানিওল।১৫ মাস আগে ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন ৫৮ বছর বয়সী ইতালিয়ান। বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট উলি হোনেস দাবি করেছেন, কার্লো আনচেলত্তিকে রাখা অসম্ভব। কারণ দলের বেশ কয়েকজন খেলোয়াড় (পাঁচ জন) কোচ হিসেবে আর কার্লো আনচেলত্তিকে চান না।

বায়ার্ন মিউনিখের আগে এসি মিলান, রিয়াল মাদ্রিদ ও চেলসির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কার্লো আনচেলত্তি। বরখাস্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। এ নিয়ে আমি একটি বিবৃতি লিখব। ‘

পূর্ববর্তী নিবন্ধআকমল তিন ম্যাচ নিষিদ্ধ  সেই সঙ্গে ১০ লাখ রুপি জরিমানা
পরবর্তী নিবন্ধমিয়ানমার নিয়ে ভালো কথার দিন শেষ: নিকি হ্যালি