পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নিবন্ধন চেয়ে করা আবেদনটি দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে হাইকোর্টের এই নির্দেশনা-সংক্রান্ত আদেশটি নির্বাচন কমিশনে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এ সংক্রান্ত এক রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এনডিএমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আখতার ইমাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
পরে রাশনা ইমাম বলেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ তাদের রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বরাবর একটি আবেদন করেছিলেন।
গত বছরের ডিসেম্বরে ওই আবেদন করা হয়। নির্বাচন কমিশনের শিডিউল অনুসারে গত বছরের ডিসেম্বরের আবেদনগুলো চলতি বছরের মার্চ মাসের মধ্যে নিষ্পত্তি করার কথা ছিল এবং মার্চ মাসেই নতুন রাজনৈতিক দলগুলোর তালিকা বের হওয়ার কথা ছিল।
তিনি বলেন, মার্চের পর আরও তিন মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু আজ পর্যন্তও নির্বাচন কমিশন এনডিএমের আবেদনটি নিষ্পত্তি না করে ঝুলিয়ে রেখেছে। এতে দলটির রেজিস্ট্রেশনের সময় পার হয়ে যাচ্ছে। দলটি স্থানীয় নির্বাচনেও অংশগ্রহণ করতে পারছে না।
এছাড়াও সামনে জাতীয় নির্বাচন আসছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে দলটি প্রচারণাও করতে পারছে না। দলের রেজিস্ট্রেশন ছাড়া এগুলো করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা হাইকোর্টে রিট দায়ের করি। সেই রিটের শুনানি শেষে কোনো রুল জারি না করে নির্দেশনাসহ আবেদনটি নিষ্পত্তি করেছেন হাইকোর্ট।