বদলে যাচ্ছে আইফেল টাওয়ার

পপুলার২৪নিউজ ডেস্ক:

9আইফেল টাওয়ার কখনও পরিপূর্ণরূপে নির্মাণ করা হয়নি। কিন্তু ‘সাময়িক’ সেই লৌহ কাঠামোটি কেবল ১২৮ বছর দাঁড়িয়েই থাকেনি, বরং প্যারিসের মর্যাদার সুউচ্চ প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এখন প্রতিবছর বিশ্বের ৭০ লাখ মানুষ ফ্রান্সের এই স্থাপনাটি পরিদর্শন করে থাকেন।

ফরাসি কর্তৃপক্ষ এবার আইফেল টাওয়ারকে বদলে দেয়ার পরিকল্পনা করেছে। আগামী ১৫ বছর ধরে চলবে এর সংস্কার কার্যক্রম। এজন্য বাজেট করা হয়েছে ৩০ কোটি ইউরো। প্যারিসের মেয়র আন্নে হিদালগো শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।

আইফেল টাওয়ার পরিদর্শনে এসে দর্শনার্থীদের লম্বা লাইনে দাঁড়াতে হয়। রোদে পুড়তে হয়, ভিজতে হয় বৃষ্টি ও বরফে। সব বিড়ম্বনা ও ভোগান্তির অবসান ঘটাতে এতে আধুনিক ও উন্নত সুযোগ-সুবিধা চালু করা হবে। ২০২৪ সালে প্যারিসে অলিম্পিক গেমস ও ২০২৫ সালে ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হবে। ওই দুটো বিশ্ববিখ্যাত ইভেন্ট উপলক্ষে এ সংস্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ১৮৮৯ সালে নির্মিত ৯৮৫ ফুট উঁচু এ টাওয়ারের নতুন সংস্কার পরিকল্পনার মধ্যে রয়েছে একটি নতুন ফেস-লিফট স্থাপন ও সম্মুখস্থল প্রসারিত করা। এছাড়া নতুন করে অলঙ্করণ ও আধুনিক আলোকসজ্জার সরঞ্জাম স্থাপন করা হবে।

প্যারিসের ডেপুটি মেয়র ও পর্যটন কর্তৃপক্ষের প্রধান জ্যাঁ ফ্রাসোয়া মার্টিন বলেন, আইফেল টাওয়ার থেকে আয়ের অর্ধেকই ব্যয় করা হবে এর উন্নয়ন প্রকল্পে। বর্তমানে আইফেল টাওয়ারের সংস্কারে বার্ষিক বরাদ্দ ১ কোটি ৩৭ লাখ ইউরো।

পূর্ববর্তী নিবন্ধধোলাইখালে ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত
পরবর্তী নিবন্ধমিসরে সন্ত্রাসী হামলায় ৮ পুলিশ নিহত