মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ফ্লোরিডার স্পেসএক্স ষ্টেশন থেকে রকেট ফেলকন-৯এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল উৎক্ষেপন হয়েছে এটা বাংলাদেশের জন্য একটা বড় প্রাপ্তি। বাংলাদেশের মহাকাশে জয় বাংলা জয় বঙ্গবন্ধ লেখা স্যাটেলাইট এর মাধ্যমে আমরা স্যাটেলাইট ব্যবহারকারী দেশের মধ্যে বিশ্বের ৫৭তম স্থান দখল করলাম। আমাদের আর বিদেশ থেকে স্যাটেলাইট ভাড়া করতে হবে। এখন থেকে আমাদের নিজেদের স্যাটেলাইটই ব্যবহার করতে পারব। আপনাদের আর টেলিভিশন দেখতে ডিস বিল দিতে হবে না, একটা ছোট ডিস ঘরের উপরে লাগিয়ে ২শ’র অধিক চ্যানেল দেখতে পারবেন। ঘরে বসে আপনাদের ছেলে মেয়েরা বিশ্বের বিভিন্ন দেশের লাইব্রেরীর বই পড়তে পারবে। এছাড়াও আরো বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারব আমরা । বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সময়সীমা ১৫ বছর। যে টাকা দিয়ে তৈরি করা হয়েছে সেই টাকা আয় করতে সময় লাগবে মাত্র ৭বছর বাকী ৮বছর আমাদের দেশের ব্যবসা হবে। অন্যদিকে বিএনপি জামাত এর ঘোর বিরোধীতা করছে তারা বলছে এই স্যাটেলাইট দিয়ে কি হবে, এতো টাকা দিয়ে এই স্যাটেলাইট কেনার কোন প্রয়োজন আমরা মনে করিনা । তারা দেশের ভালো চায় না । বিএনপি জামাত জোট যদি বাংলাদেশের ভালো চাইতো তাহলে ১৯৯৩ সালে ফ্রি সাবমেরিন ক্যাবল ফেরত দিত না আর এখন এই সাবমেরিন ক্যাবল আমাদের টাকা দিয়ে কিনতে হয়েছে। ১২ মে শনিবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিভিন্ন মসজিদ, মন্দিরে কার্পেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে চলছে, বাংলাদেশে ১০টি মডেল মসজিদ নির্মানের কাজও দ্রতু চলছে, সকল উপজেলায় মসজিদ, মন্দির নির্মান এবং মসজিদ, মন্দিরে কার্পেট বিতরণ করা হচ্ছে। সারা দেশের ব্রিজ, কালভার্ট তৈরি এবং মেরামত হচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নত দেশের রোল মডেল। আর এসব কিছুই সম্ভব হয়েছে আওয়ামীলীগ সরকারের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। মুকসুদপুর উপজেলা অডিটরিয়ামে বিভিন্ন মসজিদ, মন্দিরে কার্পেট বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের সঞ্চলণায় আরো উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনরা ভুমি আক্তার হোসেন শাহীন, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, শাহ আকরাম জাফর, শ্যামল কান্তি বোস, যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, সাব্বির খান, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়েজুর রহমান প্রমুখ। এসময় প্রায় চার লাখ টাকা ব্যায়ে ৮৩ টি মসজিদ এবং ১৯টি মন্দিরে কার্পেট বিতরণ করা হয়। এর আগে উপজেলা আওয়ামীলীগের সমন্বসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি।