বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিএনপি নেতা রুবেল রবিবার বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে নাশকতা, ভাংচুর, অগ্নিসংযোগসহ ৮টি মামলায় জামিন প্রার্থনা করেন।
আদালতের বিচারক শ্যামসুন্দর রায় শুনানি শেষে ৫ মামলার জামিন মঞ্জুর করেন এবং বাকি ৩টির না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুলের নেতৃত্বে নেতাকর্মীদের সাথে আদালতে হাজির হন বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেল। এসময় আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, পরিমল চন্দ্র দাস, মাহবুব আলম শাহীন, সৈয়দ জহুরুল আলম, মাজেদুর রহমান জুয়েল, নাজমা আক্তার, মাসুদ রানা, মাহবুব হাসান লেমমন প্রমুখ।