নিজস্ব প্রতিবেদক:
ঢাকার হোটেল দ্যা রাহমানিয়া ইন্টারন্যাশনালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জনতা ব্যাংক লিমিটেড, বৃহত্তর বগুড়াবাসীর পক্ষ হতে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ আব্দুল মজিদ (সাবেক অতিরিক্ত সচিব) মহোদয়কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের বৃহত্তর বগুড়া অঞ্চলের জনতা ব্যাংকে কর্মরত নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আবদুল মজিদ ১৯৮৫ সালের বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি খুলনায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা ম্যাজিস্ট্রেট, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে কাজ করেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সচিব ও পরিচালক বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, সচিব বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং নিবন্ধক ও মহাপরিচালক হিসেবে সমবায় অধিদপ্তরে অত্যন্ত দক্ষতা, সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
আব্দুল মজিদ ১৯৮২-৮৩ শিক্ষা বর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।