বগুড়া প্রতিনিধি : বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় একদিনে ৮ কোটি টাকার মাছ কেনাবেচা হয়ে থাকে। প্রতি বছর মাঘের শেষ বুধবার গাবতলী উপজেলার পোড়াদহ এলাকায় ইছামতী নদীর তীরে এ মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে জেলা জুড়ে থাকে উৎসবের আমেজ।
মাছের জন্য বিখ্যাত এ মেলায় ৬ থেকে ৭০০ এর মতো খুচরা মাছ ব্যবসায়ী দোকান বসিয়েছেন। তারা নিজেরাও বিভিন্ন এলাকা থেকে মাছ নিয়ে এসেছেন। পাশাপাশি প্রত্যেক খুচরা বিক্রেতা ক্রেতার চাহিদা মাথায় রেখে আড়ত থেকেও মাছ কিনেছেন।
তবে এবার মেলায় বাঘাইড় মাছ কেনাবেচা হয়নি। মহাবিপন্ন হিসেবে চিহ্নিত হওয়ায় বাঘাইড় মাছ পোড়াদহ মেলায় কেনাবেচা ও প্রদর্শন বন্ধ ঘোষণা করা হয়।
মেলায় স্টল বসানো মাছ ব্যবসায়ী আব্দুস সাত্তার, আল-আমিন ও আব্দুল মালেক জানান, সরকারি নিষেধাজ্ঞা থাকায় মেলায় বাঘাইর মাছ তোলা হয়নি। তবে রুই, কাতলা, মৃগেল, বোয়াল, সিলভার কার্প, কালবাউশ, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ কেনাবেচা হবে। এবার মেলায় মাছগুলো সর্বোচ্চ ৩০ কেজি ওজনের আছে।
তারা আরো জানান, এই মেলায় বাঘাইড় মাছ বেশি বিক্রি হত। মেলায় দুই মণ থেকে আড়াই মণ ওজনের বাঘাইড় মাছ আগে উঠানো হত। এবার নিষেধাজ্ঞা থাকায় বাঘাইড় মাছ নিয়ে আসা হয়নি।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ‘পোড়াদহ’ একটি বিশেষ স্থান। প্রতি বছর মাঘের শেষ বুধবার পোড়াদহ এলাকায় ইছামতী নদীর তীরে এ মেলার আয়োজন করা হয়। বগুড়া শহর থেকে ১১ কিলোমিটার দূরের মেলাটি একদিনের হলেও আশপাশের গ্রামগুলোতে জামাই উৎসব চলে তিনদিন। মেলায় সবচেয়ে বড় আকর্ষণ থাকে বিভিন্ন প্রজাতির বড় মাছ। এ কারণে অনেকের কাছে পোড়াদহের মেলাটি মাছের মেলা হিসেবে পরিচিত।
জানা গেছে, প্রায় ৪০০ বছর আগে মেলাস্থলে ছিল একটি বিশাল বটগাছ। সেখানে একদিন হঠাৎ এক সন্ন্যাসীর আবির্ভাব ঘটে। পরে আশ্রম তৈরি হয়। এক পর্যায়ে স্থানটি পুণ্যস্থানে পরিণত হয় হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে। পরবর্তীতে সেখানে মেলার আয়োজন করা হয়। সেখানে প্রায় ২৫০ বছর ধরে পোড়াদহ মেলা হয়ে আসছে।
মেলার আয়োজকদের একজন শহিদুল ইসলাম। তিনি জানান, এবার মেলায় সব মিলিয়ে প্রায় ৬০০ স্টল বসানো হয়েছে। তবে আগের তুলনায় এবার মাছের স্টল কম বসেছে।