নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন গঠিত অনুসন্ধান কমিটিকে অসহযোগিতার অভিযোগ ওঠায় বগুড়া জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরীকে প্রত্যাহারের সুপারিশ করেছে নির্বাচন কমিশন।
বিচারক মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বগুড়া জেলার ৭টি নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়াম্যানরা। তারা বলেছেন, অনুসন্ধান কমিটির বিচারকদের নির্বাচনী কাজে বাধা দিচ্ছেন এবং প্রশিক্ষণে অংশ না নিতে বলছেন বিচারক মোজাম্মেল হক। এছাড়া আরও বেশকিছু বিষয়ে অসহযোগিতা করছেন তিনি।
অনুন্ধান কমিটির চেয়ারম্যানদের মৌখিক অভিযোগ পাওয়ার পর বগুড়া জেলা ও দায়রা জজ এ, একে এম মোজাম্মেল হক চৌধুরীকে প্রত্যাহারের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করাসহ তার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে ইসি।