পপুলার২৪নিউজ ডেস্ক:
ইমরান নাজিরের কথা মনে পড়ে? লম্বা চুলের পাকিস্তানের সেই ওপেনার। আহামরি কোনো রেকর্ড ঝুলিতে নেই। কিন্তু তার ব্যাটিং ছিল দর্শকদের বিনোদনের খোরাক। ধুমধাম পিটিয়ে রান করতেন। আবার হুটহাট আকাশে বল তুলে আউট হয়ে যেতেন। ফিল্ডিংয়ে ছিলেন ক্ষিপ্র। গেল তিন বছরে ব্যাটে বল লাগাননি।
নতুন খবর, আবার তিনি মাঠে নামছেন। ইমরান নাজির এবার পাকিস্তানের ঘরোয়া টি ২০ খেলতে নামবেন। তাকে নিয়েছে পাকিস্তান প্রিমিয়ার লীগের দল মুলতান সুলতান্স।
তার ব্যাটিংয়ের ধরনের সঙ্গে টি ২০ মানানসই। কিন্তু বয়স ৩৫ পেরিয়েছে। ফিটনেস কি আগের মতো আছে?
২০১২ সালে শেষবার পাকিস্তানের জার্সি গায়ে টি ২০তে নেমেছিলেন। এরপর আর ডাক পাননি। ওয়ানডে ছেড়েছেন তারও তিন বছর আগে।
১৯৯৯ সালে ক্যারিয়ার শুরু করে ২০০২ সালেই থেমেছে তার টেস্ট ক্যারিয়ার। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়েও খেলেছিলেন নাজির। ওয়েবসাইট।