বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘বেবি ডল’খ্যাত গায়িকা কনিকা কাপুর। আগামী মে মাসে প্রেমিক গৌতমের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন তিনি। গৌতম পেশায় একজন এনআরআই ব্যবসায়ী। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এক বছর ধরে গৌতমের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন কনিকা। গত ৬ মাস ধরে বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। আগামী মে মাসে লন্ডনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে কোথায় প্রথম গৌতমের সঙ্গে দেখা হয়েছিল তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যে একটি শো করতে গিয়ে পরিচয় হয় এ জুটির।
এ বিষয়ে কনিকার সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। কিন্তু বিয়ের খবরটি উড়িয়ে দেন তিনি। বরং মেসেজে একটি হাসির ইমোজি পাঠান। পাশাপাশি কনিকা জানান, আপডেট পেতে ইনস্টাগ্রাম অনুসরণ করুন।
সবকিছু ঠিক থাকলে গৌতমের সঙ্গে কনিকার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে রাজ চন্দকের সঙ্গে ঘর বেঁধেছিলেন কনিকা। তিনিও লন্ডনের এনআরআই ব্যবসায়ী ছিলেন। ২০১২ সালে রাজের সঙ্গে এ গায়িকার বিবাহবিচ্ছেদ হয়।