পপুলার২৪নিউজ প্রতিবেদক:
আবারও বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) পাইকারিতে (বাল্ক) প্রায় ১৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ৬ থেকে সাড়ে ১৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে কোম্পানিগুলো।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এসব প্রস্তাব যাচাই-বাছাই শেষ করেছে। এ নিয়ে আজ শুরু হচ্ছে গণশুনানি। শুনানি শেষে ৯০ কার্যদিবসের মধ্যে বিইআরসি সিদ্ধান্ত দেবে।
বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞরা বলেছেন, যে হারে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, তা কার্যকর করা হলে শিল্পকারখানা ধ্বংস হয়ে যাবে।
ব্যাংক ঋণ পরিশোধ করতে না পেরে অনেক কারখানা মালিককে ব্যবসা গুটিয়ে নিতে হবে। এতে লাখ লাখ চাকরিজীবী বেকার হয়ে যাবে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদষ্টো এম শামসুল আলম বলেছেন, দাম বাড়ানোর এ প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক।
বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রস্তাবে উদ্বেগ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও (ডিসিসিআই)। তা প্রত্যাহারের দাবি জানিয়ে সংগঠনটি বলছে, বিদ্যুতের মূল্য আবারও বাড়ানো হলে উৎপাদনমুখী শিল্প বিশেষ করে পোশাক কারখানা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্টিল রিরোলিং ও টেক্সটাইল খাতে উত্পাদন ব্যয় ৮-১০ শতাংশ বাড়বে।
এতে প্রতিযোগিতা মূল্যে শিল্প উত্পাদন সক্ষমতা হ্রাস পাবে। ব্যাহত হবে বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন ও শিল্প বহুমুখীকরণ, কমবে রফতানি সক্ষমতা। পাশাপাশি ব্যবসা পরিচালনায় ব্যয় বাড়বে। রোববার এক বিবৃতিতে এমনটি জানায় ডিসিসিআই।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারের মধ্যে থাকা একটি মহল সরকারকে বিব্রত করার জন্য একের পর এক বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্ত করছে। এবারের প্রস্তাবও তারই ফসল। তারা বলেন, বেসরকারি বেশকিছু কোম্পানি কম রেটে বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারের কাছে প্রস্তাব দিলেও সরকার তাতে সাড়া দিচ্ছে না। উল্টো সরকার বেশি দামে বিদু্ৎ কিনছে, যার খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের।
এদিকে বিদু্ৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৫ শতাংশ বাড়তে পারে। অর্থের হিসাবে তা ৩০-৩৫ পয়সা। তবে বিদ্যুত উন্নয়ন বোর্ডকে সরাসরি জ্বালানি তেল আমদানির অনুমতি দিলে দাম না-ও বাড়তে পারে। সম্প্রতি সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, বিশ্ববাজারে দাম কম হলেও পিডিবি সরকার নির্ধারিত দামে বিপিসির কাছ থেকে জ্বালানি তেল কেনে। এতে খরচ বেশি হয়। বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়ে যায়। আয়-ব্যয় সমন্বয় করতে বিদ্যুতের দাম বাড়াতে হয়। কিন্তু পিডিবি সরাসরি তেল আমদানির সুযোগ পেলে জ্বালানি ব্যয় কম হবে। এতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না।
দাম বাড়ানো কেন অযোক্তিক তা আজ গণশুনানিতে উপস্থাপন করবেন বলে জানান ক্যাব উপদষ্টো এম শামসুল আলম। তিনি বলেন, সরকার কম খরচে বিদ্যুৎ উৎপাদনের পথ অনুসরণ করছে না, বরং বেশি দামের তেলভিত্তিক বিদু্ৎ উৎপাদন বাড়ানো হচ্ছে। সব বিদু্ৎ কেন্দ্রের জন্য ফার্নেস অয়েলের দাম বাজারদর অনুযায়ী নির্ধারণ করে দিলেও উৎপাদন ব্যয় অনেকখানি কমত, তা-ও করা হচ্ছে না। পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) কমিয়ে মুনাফা বাড়ানোর কার্যক্রমও যথষ্টে সফল নয়। এগুলো করা হলে দাম বাড়ানোর প্রয়োজন হবে না, বরং কমানো যাবে।
ডিসিসিআইয়ের মতে, এ মুহূর্তে বিদ্যুতের দাম না বাড়িয়ে সরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পরিচালন ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা উচিত। সংগঠনটি সরকারি সংশি্লষ্ট সংস্থাসহ সব সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে একটি জ্বালানি মনিটরিং কমিটি’ গঠনের পরামর্শও দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিদু্ৎ আধুনিক জীবন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদু্ৎ সরবরাহ শিল্প, কৃষি ও সেবা খাতের ক্রমবর্ধমান অগ্রগতির মূল চাবিকাঠি। ভোক্তা পর্যায়ে বিদু্ৎ বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবিত মূল্যবৃদ্ধির উদ্যোগ কার্যকর হলে খুচরা পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ৯ টাকা ১৬ পয়সা থেকে ১০ টাকা, বাণিজ্যিক ব্যবহারকারীদের ক্ষেত্রে ১১ টাকা ৯৮ পয়সা থেকে ১২ টাকা ৯৮ পয়সা, বৃহৎ শিল্পকারখানার ক্ষেত্রে ৯ টাকা ৫২ পয়সা থেকে ১০ টাকা ৩২ পয়সা এবং গৃহস্থালিতে ব্যবহারের ক্ষেত্রে ৫ টাকা ৬৩ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ১০ পয়সা দাঁড়াবে।
বিইআরসি সূত্র জানায়, এবার বিদু্ৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিতরণ কোম্পানিগুলোর কাছে পাইকারি বিক্রির ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭২ পয়সা (প্রায় ১৫ শতাংশ) বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আর বিভিন্ন বিতরণ কোম্পানি গ্রাহক পর্যায়ে ৬ থেকে সাড়ে ১৪ শতাংশ প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বিতরণ কোম্পানিগুলোর দাবি, প্রতিবারই পাইকারির তুলনায় খুচরা পর্যায়ে দাম বাড়ানো হয়েছে কম। ফলে তাদের পক্ষে কোম্পানি চালানো কঠিন হয়ে পড়েছে।
বিইআরসিতে উপস্থাপন করা বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব পর্যালোচনা করে দেখা যায়, বর্তমানে দেশের ছয়টি বিতরণ কোম্পানির মধ্যে একমাত্র পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) লোকসান দিচ্ছে। চারটি কোম্পানি লাভজনক।
এগুলো হচ্ছে: বিদু্ৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ অঞ্চল, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো)। নতুন গঠিত উত্তর-পশ্চিমাঞ্চল বিদু্ৎ বিতরণ কোম্পানি (নওজোপাডিকো) এবারই প্রথম বিইআরসির কাছে আসছে।
২০১০ সালের ১ মার্চ থেকে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত ছয় বছরে পাইকারি পর্যায়ে পাঁচবার এবং গ্রাহক পর্যায়ে সাতবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ২০১৫ সালে সর্বশেষ গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হয় ২ দশমিক ৯ শতাংশ।
ওই বছর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। তবে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে পাইকারি পর্যায়ে ৬ দশমিক ৯৬ শতাংশ দাম বাড়ানো হয়েছিল।