ফেনী প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ফেনীতে ৪০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার এবং নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল থেকে তাদেরকে আটক করা হয়।
র্যাব ৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ অফিসের পাশে মায়ের দোয়া হোটেলের সামনে অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় একটি প্রাইভেট কারের তেলের ট্যাংকির ভেতর তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার মতিহার উপজেলার মনীষা আক্তার (১৮), একই জেলার চারঘাট উপজেলার মো. শাহাবুর আলী এবং শাহ মখদম উপজেলার শফিকুল ইসলামকে আটক করা হয়। এ ছাড়া তাদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয়।
প্রাধমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, চট্টগ্রামের শাখাওয়াতের কাছ থেকে এসব ইয়াবা ক্রয় করে রাজশাহীর পলাশের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এর আনুমানিক মূল্য এক কোটি টাকা।