ফেনীতে জালভোট দেয়ায় ২ যুবকের কারাদণ্ড

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও জালভোটের অভিযোগে আমির হোসেন হৃদয় (১৮) ও রেজাউল করীম রুবেল নামে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়ে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হৃদয়কে তিনদিনের ও রুবেলকে সাতদিনের সাজা দেয়া হয়।

হৃদয় একই ইউনিয়নের জয়নগর গ্রামের নুরুল আবছারের ছেলে ও রুবেল একই উপজেলার বাঁশপাড়া এলাকায় আবদুর রহীমের ছেলে।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, উত্তর সতর ৯নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচনে ভোটকেন্দ্রে বেআইনিভাবে প্রবেশ ও জালভোট দেয়ায় হৃদয় ও রুবেলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তাৎক্ষণিক তাদের ফেনী জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে ইউপি নির্বাচনে মো. ওসমান গনি (মোরগ) ও জাকির আহাম্মদ (ফুটবল) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুজনই সরকার দল সমর্থিত।

গত ৬ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে ইউপি সদস্য ইসমাইল হোসেন মারা গেলে শূন্য হয় এ পদটি।

 

পূর্ববর্তী নিবন্ধএবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান-এমডিকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
পরবর্তী নিবন্ধট্রাম্প সহযোগীর বিরুদ্ধে মার্কিন সংগীতশিল্পীর যৌন হেনস্তার অভিযোগ