পপুলার২৪নিউজ নিজস্ব প্রতিবেদক:
ফেনীতে গতকাল শনিবার সকালে বঙ্গবীর ওসমানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়। ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. আবুল কালাম, জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী, জেলা ইপিআই সুপারেন্টটেন্ড সিরাজ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক দিদারুল আলম ভূঞা, জেলা সিসিটি মহসিন পাটোয়ারী, স্কুলের প্রধান শিক্ষক শাহীন। অনুষ্ঠানে স্কুলের সহকারী শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, প্রথম সপ্তাহে ৪-৯ নভেম্বর, ২য় সপ্তাহ ১৬-২৩ নভেম্বর ৫ থেকে ১৬ বছর বয়সী জেলার ১হাজার ৭শ ৭১ টি বিদ্যালয়ে ৪ লাখ ৩৩ হাজার ২শ ৪৮ জন শিশুদের কৃমিনাশক ওষুধ সেবন করানো হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রতি ৬ মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়ানো প্রয়োজন। কারণ কৃমি শিশুর মেধা বিকাশে ক্ষতি করে ও তারা রক্তচুষা। শিশু যা খায় সবই কৃমিরা খেয়ে শিশুর ক্ষতি সাধন করে। তিনি শিশুদের ভরা পেটে কৃমির ওষুধ সেবন করানোর পরামর্শ দেন।