পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ফেনীর সোনগাজীর উপজেলায় চরছান্দিয়া ইউনিয়নে ডাকাতি মামলার আসামি ধরতে গিয়ে হামলায় আট পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উত্তর চরছান্দিয়া গ্রামে পুলিশের অভিযানের সময় এ হামলার ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, কয়েকটি ডাকাতি মামলায় সন্দেহজনক আসামি গ্রেফতার করতে সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত মামুন রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর চরছান্দিয়া গ্রামের চট্রগ্রাম সমাজের মাঝি বাড়িতে অভিযান চালায়।এসময় ওই বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা করে।
এসময় ধারালো অস্ত্রের আঘাতে এএসআই দেলোয়ার, এএসআই সালাউদ্দিন, আরিফ ও কনস্টেবল হাসেম, সফিউল্যা ও আবুল হোসেনসহ পুলিশের আট সদস্য আহত হয়।
পুলিশ এসময় ওই বাড়ির ফকির আহাম্মদ (৭০) ও তার ছেলে জাহিদকে গ্রেফতার করে।
এ ঘটনায় মাথায় ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত কনস্টেবল হাসেমকে চিকিৎসার জন্য প্রথমে সোনাগাজী হাসপাতাল ও পরে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।