স্পোর্টস ডেস্ক : ২০১৩ সালে টেনিস ইতিহাসের অন্যতম সেরা অঘটনের নায়ক তিনি, উইম্বলডন থেকে বিদায় করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে। আজ সেই ইউক্রেনিয়ান খেলোয়াড় সার্জি স্টাখভস্কি মাতৃভূমি রক্ষায় রুশ বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছেন। কিয়েভে সামরিক টহল বাহিনীর একজন স্বেচ্ছাসেবী যোদ্ধা তিনি।
৩৬ বছর বয়সী স্টাখভস্কি ৯ বছর আগে বিশ্বের ১১৬ নম্বর খেলোয়াড় হিসেবে অল ইংল্যান্ড ক্লাবে চমকে দেন। দ্বিতীয় রাউন্ডেই বিদায় করেন ফেদেরারকে। এখন তাকে দেখা যাচ্ছে ভিন্ন রূপে। ইউক্রেনের ‘গণতন্ত্রের জন্য লড়াইয়ের’ প্রতীক মেইডেন স্কয়ারে টহল দিচ্ছেন, হাতে একটি কালাশনিকভ, তার বেল্টে একটি পিস্তল এবং গায়ে ৬ ফুট চার ইঞ্চির একটি খাকি যোদ্ধা পোশাক।
র্যাকেটের বদলে হাতে মারণাস্ত্র, অস্বস্তি লাগছে স্টাখভস্কির, ‘আমি বলছি না যে রাইফেল হাতে ভালো লাগছে। আমি জানি না কাউকে গুলি করতে হলে আমার অনুভূতি কী হবে। আশা করি কখনো এসব জিনিস নিয়ে আমাকে ব্যস্ত হতে হবে না।’
স্টাখভস্কি ইউক্রেনে ফিরেছেন দুই সপ্তাহের একটু বেশি হয়ে সময় আগে। টেরিটরিয়াল ব্রিগেডের সঙ্গে যোগ দিয়েছেন। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু রাশিয়ান বাহিনীর আক্রমণের বিরুদ্ধে নিজ দেশের সেনাবাহিনীকে সহায়তা করছেন তিনি, ‘আমি জানতাম, আমাকে এই কাজ করতেই হতো।’
যেদিন ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু হয়, তখন দুবাইতে বেড়াতে গিয়েছিলেন জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন খেলে র্যাকেট তুলে রাখা স্টাখভস্কি। সঙ্গে ছিল স্ত্রী এবং চার, ছয় ও আট বছরের তিন সন্তান। পরের দিন টেলিভিশনে দেখেন তার মাতৃভূমিকে তছনছ করে দিচ্ছে রাশিয়ান বোমা। একই সঙ্গে দুঃখ ও কষ্ট তার হৃদয় ভেঙে দেয়।
পরিবারের অনেক সদস্যই তখন ইউক্রেনে। পরের তিন দিন হোটেলেই থেকে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখতে থাকলেন। কোথায় পরিবারের সদস্যদের পাঠানো যায় সেটাও জেনে নিলেন, ‘আমি সব মিলিয়ে তিন থেকে চার ঘণ্টা ঘুমাতে পারতাম, খেতেও পারছিলাম না।’
তারপরই স্ত্রীকে বললেন, তিনি ফিরে যাবেন। লড়বেন নিজের মাতৃভূমির জন্য। স্টাখভস্কি বললেন, ‘আমার স্ত্রী ভেঙে পড়েছিল। সে জানত, বুঝতেও পারছিল, কিন্তু উদ্বিগ্ন ছিল। কিন্তু এখন সে বুঝতে পারে আমার সত্যিই আর কোনো উপায় নেই।’
স্ত্রী সন্তানের কথা যখনই ভাবেন, তখনই খুব কষ্ট হয় স্টাখভস্কির, ‘বাচ্চাদের ছেড়ে আসার ব্যাপারটা নিয়ে আমি গর্ব করি না। তারা জানে না আমি এখানে, হ্যাঁ, তারা জানে যে আমি বাড়িতে নেই। কিন্তু তারা বোঝে না যুদ্ধ কী এবং আমি চেষ্টা করছি এসবের মধ্যে তাদের না জড়াতে। আমি তাদের বলেছি যে আমি ঠিক ফিরে আসব, ১৫ দিন হতে চলল… ঈশ্বর ভালো জানেন, কতদিন এসব চলবে।’
১৮ থেকে ৬০ বছর বয়সী সকল উপযুক্ত ইউক্রেনিয়ান পুরুষদের জন্য সেনাবাহিনীর প্রয়োজনে সহায়তা করা বাধ্যতামূলক এবং যুদ্ধের সময় তারা দেশ ছাড়তে পারবেন না।
স্টাখভস্কি বললেন, দেশের হাজার হাজার মানুষকে যুদ্ধে অংশ নিতে দেখে শক্তি পেয়েছেন তিনি, ‘আমরা যদি না দাঁড়াই, তাহলে বসবাসের জন্য আমাদের কোনো দেশ নেই।’
সাবেক এই পেশাদার টেনিস খেলোয়াড় প্রতিদিন দুই ঘণ্টা করে দুইবার টহল দেন রাজধানী কিয়েভে। প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির বাসভবনের কাছেই দায়িত্ব পেয়েছেন তিনি।
এরই মধ্যে ফেদেরার ও নোভাক জোকোভিচের কাছ থেকে বার্তা পেয়েছেন স্টাখভস্কি। ফেদেরার ও তার স্ত্রী তাদের ফাউন্ডেশনের মাধ্যমে ইউক্রেনিয়ান শিশুদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন বললেন তিনি, ‘তিনি বলেছেন, তার কামনা দ্রুত শান্তি ফিরে আসবে।’ বিশেষ করে সার্বিয়ান দুই নম্বর তারকা জোকোভিচের বার্তা হৃদয় ছুঁয়েছে স্টাখভস্কির, ‘সে ছোটবেলায় এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল। তাই খুব ভালো করে সে জানে, শিশুরা কী সময় পার করছে। তাই তার কাছ থেকে যে বার্তা পেয়েছি, আমার মনে হয় সেটা অনেক বেশি অর্থবহ।’