ফুটবলের ইতিহাসে আমিই শ্রেষ্ঠ : রোনালদো

পপুলার২৪নিউজ ডেস্ক:

পঞ্চমবার ব্যালন ডি’অর জিতার পর ক্রিস্তিয়ানো রোনালদো বললেন, ‘আমার চেয়ে সেরা কেউ নয়। অন্য ফুটবলাররা যেটা করতে পারে, আমিও সেটা পারি।

কিন্তু অন্যরা যা পারে না, আমি সেটাই করার চেষ্টা করি। আমার মতো সম্পূর্ণ ফুটবলার কেউ নেই। ‘ এখানেই শেষ নয়। তিনি আরো বলেন, ‘ফুটবলের ইতিহাসে আমিই শ্রেষ্ঠ। ‘গত অক্টোবরে আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসিকে হারিয়েই টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতেছিলেন এই পর্তুগিজ সুপারস্টার। এবার পঞ্চমবারের মতো ব্যালন ডি’অরের দৌঁড়েও মেসিকে হারিয়ে জিতলেন তিনি। পুরস্কার পেয়ে তিনি এসব কথা বলেন।

রোনালদো বলেন, ‘অবশ্যই আমি দারুণ খুশি। কিন্তু এই পুরস্কারটা আমি প্রত্যেক বছরই জিততে চাই।

‘উল্লেখ্য, ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার হিসেবে প্রথমবার ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো। এর পর ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। সূত্র : আনন্দবাজার

পূর্ববর্তী নিবন্ধআগামী বছর থেকে সব খাতের দুর্নীতিবাজকে ধরা হবে: দুদক চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধরোকেয়া পদক পেলেন যারা