পপুলার২৪নিউজ ডেস্ক:
টিম মেটের সঙ্গে মাঠে সংঘর্ষের জেরে প্রাণ হারালেন ইন্দোনেশিয়ার পারসেলা এফসি ক্লাবের গোলরক্ষক চইরুল হুদা।
দেশটির শীর্ষ পর্যায়ের লিগের এক ম্যাচে এ ঘটনা ঘটে।
জানা যায়, খেলার মাঠে টিম মেটের সঙ্গে সংঘর্ষ হয় ৩৮ বছর বয়সী গোলরক্ষক চইরুল হুদার। পরে সেখানেই লুটিয়ে পড়েন তিনি।
এ অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ব জাভার যেই হাসপাতালে চইরুল হুদাকে নেয়া হয়েছিল সেখানকার চিকিৎসক বলেছেন, মুখোমুখি সংঘর্ষে আঘাতপ্রাপ্ত হয়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি।
এ ঘটনায় দেশটির ফুটবল অঙ্গনে গভীর শোক বিরাজ করছে। প্রিয় ক্লাবের হয়ে পাঁচশ’র মতো ম্যাচ খেলেছেন গোলরক্ষক হুদা। হাজার হাজার ভক্ত তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।