পপুলার২৪নিউজ ডেস্ক:
অবশেষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের দলবদল নাটকের অবসান হতে চলেছে। দলবদলে বিশ্বরেকর্ড গড়েই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছাড়ছেন নেইমার।
গন্তব্য ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজি।
এরফলে তিন বছর ধরে বার্সায় চলা এমএসএন (মেসি, সুয়ারেজ, নেইমার) যুগের অবসান হবে।
ইতিহাসে সবচেয়ে আলোচিত দলবদল এখন শুধু সময়ের অপেক্ষা। নেইমারকে দলে পেতে পিএসজিকে খরচ করতে হবে ২২২ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১১৯ কোটি টাকা প্রায়।
দলবদলের ইতিহাসে নেইমারের ধারেকাছেও নেই কেউ। জুভেন্টাস থেকে ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন পল পগবা।
পগবার চেয়েও দ্বিগুন ট্রান্সফার ফিতে বার্সা ছাড়ছেন ২৫ বছর বয়সী নেইমার।
এদিকে নেইমারের জন্য ২২২ মিলিয়ন ইউরোর পুরোটাই দিতে হবে বার্সাকে। তবে বার্সার দাবি ছিল আরও বেশি।
পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি হবে ৫ বছরের। যেখানে প্রত্যেক মৌসুমে নেইমার পাবেন ৩০ মিলিয়ন ইউরো। যা বার্সেলোনায় তার বেতনের প্রায় দ্বিগুণ!
মেসিদের সঙ্গে নেই নেইমারের ছবিএছাড়া নেইমারকে ৪০ মিলিয়ন ইউরো সাইনিং বোনাস ফরাসি এই ক্লাবটি।
এদিকে পিএসজি বোর্ডের মালিকানাধীন সব হোটেলের আয় থেকে একটা নির্দিষ্ট হারে অর্থ পাবেন নেইমার। ব্রাজিলে যাওয়ার জন্য পাবেন একটা ব্যক্তিগত জেটবিমান।
বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১০৫টি গোল করেছেন নেইমার। ক্লাবটির হয়ে তার চেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান হলেন রিভালদো। তিনি ১৩০টি গোল করেন।
এছাড়া সতীর্থদের দিয়ে ৫৯টি গোল করিয়েছেন নেইমার। তবে ক্লাবটির হয়ে খেলা ১৮৬টি ম্যাচের মধ্যে ১৬৪টি গোলে কোনো না কোনোভাবে অবদান আছে তার।
বার্সেলোনার হয়ে ‘ট্রেবল’ জেতা ২০১৪-১৫ মৌসুমে ৩৯টি গোল করেন নেইমার। এছাড়া এই চার বছরে আর একবারই ৩০টির বেশি গোল করেছেন তিনি, ২০১৫-১৬ মৌসুমেও।
লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ বার্সেলোনার হয়ে নেইমার ৮টি শিরোপা জিতেছেন।