ফিলিস্তিনের দু’জন কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। বৃহস্পতিবার গাজার বুরিজ শরণার্থী শিবির এলাকায় চলমান সহিংসতার মধ্যে খুব কাছ থেকে ওই দু’জনকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।
হাসপাতালের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই দু’জন কিশোরের কোমরে গুলি লেগেছিল। এছাড়া আরো তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, সহিংসতা সৃষ্টিকারীরা গাজা সীমান্তে পাথর নিক্ষেপ করছিল। অন্তত ৫০ জন দাঙ্গাকারী তাতে অংশ নেয়। ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য সেনারা ফাঁকা গুলি চালিয়েছে।
তবে পশ্চিমতীরের ইরাক বুরিন নামক গ্রামের ১৬ বছর বয়সী যে কিশোর নিহত হয়েছেন সে ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেনারা কোনো কারণ ছাড়াই গুলি চালিয়েছে। এমনকি তারা কোনো রকম সতর্কতা জারি করা ছাড়াই গুলি চালিয়েছে।
এর আগে গত মঙ্গলবারও একজনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
সূত্র : আলজাজিরা