ফিলিস্তিনি হৃদরোগীদের মৃত্যুভয় দেখিয়ে গুপ্তচর হতে বলছে ইসরাইল

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার হৃদরোগীদের গুপ্তচর হিসেবে কাজ করতে বাধ্য করার চেষ্টা করছে ইসরাইলী বাহিনী।

যারা গুপ্তচর হতে রাজি হচ্ছে তাদেরকেই হৃদরোগের চিকিৎসা নেয়ার সুযোগ দিচ্ছে ইসরাইল। অন্যদের বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে।

এমনকি গুপ্তচর হতে অস্বীকার করায় হৃদযন্ত্রের জরুরি অস্ত্রোপচার পর্যন্ত করতে দেয়া হচ্ছে না।এতে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটছে।

সম্প্রতি আহমদ নামে ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর বিনা চিকিৎসায় মারা গেছে।

এই কিশোরের হৃদযন্ত্রে জন্মগত ত্রুটি ছিল। এর চিকিৎসার জন্য তাকে গাজা থেকে ফিলিস্তিনের আরেক জনপদ পশ্চিম তীরে যেতে হতো। সেখানে ইসরাইলি হাসপাতালে তার ১৮বার অস্ত্রোপচার হয়।

সর্বশেষ তার হৃদযন্ত্রে কৃত্রিম ভাল্ব প্রতিস্থাপনের জন্য একটি অস্ত্রোপচারের কথা ছিল। কিন্তু ইসরাইলি কর্মকর্তারা তাকে গাজা থেকে পশ্চিম তীরে যেতে বাধা দিতে থাকে। এতে বেশ কয়েকবার তার হৃদযন্ত্রের অস্ত্রোপচার স্থগিত হয়ে যায়।

অবশেষে আহমদকে গাজা থেকে পশ্চিম তীরে যাওয়ার ইসরাইলের নিয়ন্ত্রণাধীন একমাত্র সীমান্ত গেট ‘এরেজে’ সাক্ষাতের জন্য ডাকেন একজন ইহুদিবাদী গোয়েন্দা কর্মকর্তা।

কথামতো সাক্ষাৎ করতে গেলে আহমদকে চিকিৎসার সুযোগ পাওয়ার জন্য সরাসরি গুপ্তচর হওয়ার প্রস্তাব দেন ওই কর্মকর্তা। তিনি আহমাদকে ইসরাইলি নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার এবং ইসরাইলের জন্য গুপ্তচরবৃত্তি করার কথা বলেন।

আহমদের বাবা হাসান সুবেইর বলেন, ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা তাকে গাজার সুনির্দিষ্ট কিছু জায়গার নাম বলে সেখানকার তথ্য জানাতে বলেন। এর বিনিময়ে তাকে ইসরাইলি হাসপাতালে পাঠানোর কথা বলেন ওই কর্মকর্তা।

কিন্তু আহমদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওই কর্মকর্তা জানান তাকে চিকিৎসার জন্য গাজা থেকে বের হতে দেয়া হবে না।

এ সময় আহমাদ গাজায় অবস্থান করে বিনা চিকিৎসায় মৃত্যুবরণকে বেছে নেয়।

গাজার বাড়িতে ফিরে আসার পর আহমদের স্বাস্থ্যের গুরুতর অবনতি হয় এবং গত মাসে সে মারা যায় বলে জানান তার বাবা।

পূর্ববর্তী নিবন্ধমাড়ির রক্ত পড়া বন্ধে ঘরোয়া কিছু উপায়
পরবর্তী নিবন্ধপ্রশাসনে ‘চরম বিশৃংখলা’ চলছে-ম্যাককেইন