পপুলার২৪নিউজ ডেস্ক :
ফিলিস্তিনি এক যুবককে আটকের পর গুলি করে হত্যা এবং তার অপর সহযোগীকে গুলিবিদ্ধ করার দায়ে ইসরাইলের একটি আদালত দেশটির এক সেনা সদস্যকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে। খবর আল-জাজিরার।
তেল আবিবের একটি সামরিক আদালত মঙ্গলবার এ রায় দেয়। তবে, হত্যার দায়ে এলোর আজারিয়া নামে ওই ইসরাইলি সেনার কম পক্ষে ২০ বছরের কারাদণ্ড প্রত্যাশা করছিলেন নিহত ফিলিস্তিন যুবক আবদেল আল-ফাত্তাহ আল-শরিফের পরিবার।
২৪ মার্চ দখলকৃত পশ্চিম তীরে ওই ইসরাইলি সেনা নিরস্ত্র ওই ফিলিস্তিনি যুবককে (২১) আটক করার পর ঠান্ডা মাথায় গুলি করে হত্যার দৃশ্য বি’টিসেলেম নামে ইসরাইলের একটি মানবাধিকার সংগঠনের কর্মীর মোবাইলে ধারণ করা ফুটেজ আদালতে জমা দিলে ওই সেনার কারাদণ্ড হয়।
তবে এ রায় নিয়ে পক্ষে -বিপক্ষে বিক্ষোভ হচ্ছে ইসরাইল ও ফিলিস্তিনে। ৬৫ ভাগ ইসরাইলি মনে করছেন, ফিলিস্তিনি ওই যুবককে হত্যা করে তাদের ওই সেনা সদস্য ঠিক কাজটিই করেছে।
অন্যদিকে, ফিলিস্তিনিদের দাবি নিরস্ত্র নিরপরাধ ওই যুবককে ঠান্ডা মাথায় গুলি করে হত্যার দায়ে ওই সেনার কমপক্ষে ২০ বছরের কারাদণ্ড হওয়ার প্রয়োজন ছিল।