ফিরেই ধামাকা কনীনিকা-অর্জুনের

 পপুলার২৪নিউজ ডেস্ক:

মিলেনিয়ামের সময় বাংলা টেলিভিশনে যে তারকারা দীর্ঘ সময় ধরে দর্শককে মুগ্ধ করে রেখেছিলেন, তাঁদের মধ্যে অবশ্যই অন্যতম কনীনিকা বন্দ্যোপাধ্যায়। টেলিভিশন ছেড়ে বড়পর্দায় মন দেওয়ার পরে টেলি-দর্শক যে তাঁকে ভীষণ মিস করেছেন সেটা বলাই বাহুল্য।

তাই তাঁর কামব্যাকে টেলিজগতে যে বড়সড় কিছু একটা ধামাকা হবে সেটা আগেই বোঝা গিয়েছিল। অর্জুন চক্রবর্তীর ক্ষেত্রেও বিষয়টা একই। গানের ওপারের গোরা মন্ত্রমুগ্ধ করে রেখেছিল তিন প্রজন্মের দর্শককে। অর্জুন কেন আর টেলিভিশনে কাজ করছেন না, সেই নিয়ে বহু দর্শকের অভিযোগ-অনুযোগও ছিল। তাঁরা যে অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন, সেটা বোঝা গেল এই সপ্তাহের টিআরপি ফলাফলে।১৫+ আরবান টিআরপি রেটিং বলছে, মাত্র এক সপ্তাহেই অর্জুনের ধারাবাহিক জামাই রাজা ভাগ বসিয়েছে ওই স্লটে স্টার জলসার ধারাবাহিক রাখিবন্ধন এর ভিউয়ারশিপে। এক সপ্তাহে রাখিবন্ধন এর রেটিং ৭.৪ থেকে নেমে দাঁড়িয়েছে ৪.৪ এ। আর এক সপ্তাহেই জামাই রাজার রেটিং দাঁড়িয়েছে ৪।

এবার দেখা যাক, কনীনিকার প্রত্যাবর্তনে কী ঘটল? রাত ১০টা ৩০ এর স্লটে গত কয়েক মাস ধরে সবার চোখ থেকেছে খোকাবাবুতে। আইপিএল সিজন বাদ দিলে রেটিং ৭ বা তার বেশিই থেকেছে বরাবর। কিন্তু গত এক সপ্তাহে ভিউয়ারশিপ যথেষ্টই পড়েছে এই ধারাবাহিকের। ৭.৬ থেকে নেমে দাঁড়িয়েছে ৫.২ তে। আর ওই স্লটে কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের অন্দরমহল ধারাবাহিকের রেটিং ৩.৪।

তবে মাত্র এক সপ্তাহের রেটিং থেকেই কোনো সিদ্ধান্তে আসা ঠিক নয় মেগাসিরিয়ালের ক্ষেত্রে। যেমন গত সপ্তাহের টিআরপি তালিকায় ঝড় তুলেছিল ভজগোবিন্দ। এক ঝটকায় পঞ্চম স্থানে পৌঁছে গিয়েছিল ধারাবাহিক কিন্তু এই সপ্তাহে রেটিং আগের সপ্তাহের তুলনায় অনেকটাই পড়েছে, ৬.৯ থেকে ৪.৬। যাই হোক না কেন, কনীনিকা ও অর্জুন যে একটা ধামাকা ঘটিয়েছেন, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

পূর্ববর্তী নিবন্ধফের সমালোচিত হলেন রাধিকা
পরবর্তী নিবন্ধমস্কো যাচ্ছে বাহুবলী