ফিফা বর্ষসেরার দৌড়ে মেসি- ভিনি-রদ্রিও

স্পোর্টস ডেস্ক :
ব্যালন ডি’অর পুরস্কারে ৩০ জনের মনোনয়ন তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে ফিফা বর্ষসেরার তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

তালিকায় আছেন এবারের ব্যালন ডি’অর জয়ী রদ্রি ও ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
ফিফার ‘দ্য বেস্ট’-২০২৪–এর মনোনয়ন তালিকা গতকাল প্রকাশ করেছে ফিফা। ছেলেদের ফুটবলে মনোনীত হয়েছেন ১১ জন ফুটবলার। মেসি, রদ্রি, ভিনি ছাড়াও আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।

মেসির জন্য ফিফার তালিকায় থাকা নতুন কিছু নয়। সর্বশেষ দুই বছরসহ মোট তিনবার এই পুরস্কার জিতেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক। এবার তাকে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। কারণ ২০২৪ ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি, ভিনিসিয়ুস দ্বিতীয়। তৃতীয় হয়েছিলেন জুড বেলিংহাম। তাছাড়া ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় না থাকা কারো ফিফা বর্ষসেরা হওয়ার ইতিহাস নেই।

তবে মেসিকে ফিফা দ্য বেস্টের সেরা ১১-তে রাখার কারণ হিসেবে ফিফা তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘৩৭ বছর বয়সেও ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মেসি। তার নেতৃত্বে ২০২৩ লিগস কাপের পর ২০২৪ ইন্টার মায়ামি রেকর্ড গড়ে এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতেছে। এ সময়ে মেসির নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। আর দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে তিনি সর্বোচ্চ ৬ গোল নিয়ে বছর শেষ করেছেন। ’

‘ফিফা মেন’স প্লেয়ার ছাড়া আরও ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ছেলে ও মেয়েদের বিভাগে বর্ষসেরা কোচ, গোলকিপার, একাদশ ও গোলের পুরস্কার রয়েছে। এছাড়া ফিফা ফ্যান পুরস্কারও আছে। সবগুলোতে ভক্ত-সমর্থকরা ভোট দিতে পারবেন।

আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন ভক্ত-সমর্থকরা। তাদের জন্য বরাদ্দ মোট ভোটের চার ভাগের এক ভাগ। বাকি তিন ভাগ ভোট দেবেন ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ ও সাংবাদিকরা। তবে সেরা গোল ও সেরা একাদশের ক্ষেত্রে দর্শকদের ভোটের হার অর্ধেক।

ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ১১ খেলোয়াড়: লিওনেল মেসি, রদ্রি, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল, আর্লিং হলান্ড, টনি ক্রুস, ফেদেরিকো ভালভের্দে, ফ্লোরিয়ান রিৎজ ও লামিনে ইয়ামাল।

ছেলেদের বিভাগে বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন- কার্লো আনচেলত্তি, লিওনেল স্কালোনি, লুই দে লা ফুয়েন্তে, পেপ গার্দিওলা ও জাবি আলোনসো।

বর্ষসেরা গোলকিপারের মনোনয়ন পেয়েছেন- জিয়ানলুইজি ডোনারুমা, এদেরসন, আন্দ্রে লুনিন, মাইক মাইনিয়ঁ, এমিলিয়ানো মার্তিনেজ, দাভিদ রায়া, উনাই সিমন।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে নিহত ২০০
পরবর্তী নিবন্ধগত ৩ নির্বাচনে অনেক গণমাধ্যম সত্য বলেনি: বদিউল আলম