ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
আজ দুপুর ১২টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে সেখান থেকে চলে যান। এরআগে, রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সকাল থেকে ফার্মগেট এলাকা অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা।

এ ব্যাপারে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সড়ক ছেড়ে চলে গেছে। এখন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছি।

উল্লেখ্য, গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র‌্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান কলেজের দুই শিক্ষার্থী। আহত হয়েছেন আরও ১৪ জন। হতাহতের শিকার প্রত্যেকেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। এরা ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ‘নৌমন্ত্রী শাজাহান খান বিচারিক প্রক্রিয়ায় প্রভাব খাটাতে পারবেন না’
পরবর্তী নিবন্ধদুই মামলায় খালেদার জামিন