পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মধ্য ফাল্গুনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে প্রথম মৌসুমি বৃষ্টি হয়েছে।
বুধবার দিনগত রাত আড়াইটার দিকে প্রায় আধা ঘণ্টাব্যাপী এ বৃষ্টি হয়।
মাঝরাতের হঠাৎ বৃষ্টিতে অনেকেরই ঘুম ভেঙে যায়। বেশ উপভোগ করেন বৃষ্টির রিমঝিম শব্দ।
বৃষ্টির ফলে ধুলোবালি কমে নাগরিক মনে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে। আবার বৃহস্পতিবার ভোরে রাস্তায় বেরিয়ে অনেকে পানি দেখে চমকেও উঠেছেন।
গুলশানে প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, সকালে রাস্তায় ধুলোবালির পরিবর্তে জমে থাকা পানি দেখে বেশ অবাকই লেগেছে।
তবে রাতের এ বৃষ্টির পরিমাণ আবহাওয়া অধিদফতর জানাতে পারেনি। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, বৃষ্টির পরিমাণ ঠিক কত ছিল তা এখনই নির্ণয় করা হয়নি।
ঢাকা ছাড়া নারায়ণগঞ্জ, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় মধ্যরাতে বৃষ্টির খবর পাওয়া গেছে। এসব এলাকায় হালাকা থেকে মাঝারি আকারের বৃষ্টি হয়েছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, টাঙ্গাইল ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী-অববাহিকার কোথাও-কোথাও হালকা কুয়াশা দেখা দিতে পারে।