স্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরেই শ্রীলঙ্কার অর্থনৈতিক দৃশ্যপট ভয়াবহ। ডলার সংকটের পাশাপাশি গ্যাস, বিদ্যুতের সমস্যাও প্রকট আকারে চলে আসছে সেদেশে। এমন নাজুক অবস্থার মধ্যেও শ্রীলঙ্কার ক্রিকেট থেমে নেই। চলতি এশিয়া কাপে দারুণ পারফর্ম করে ক্রিকেটাররা দেশকে নিয়ে গেছেন ফাইনালের মঞ্চে। অবশ্য ফাইনাল ম্যাচের আগে নিজের দেশের এসকল ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়ে আরো এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
ফাইনাল ম্যাচের আগের দিন গতকাল এক ভিডিও বার্তায় দলের উদ্দেশ্যে কথা বলেছেন সাবেক এই অধিনায়ক। শ্রীলঙ্কা ক্রিকেটের পেইজ থেকে প্রকাশিত হয় সে ভিডিও বার্তা। তিনি জানান ছেলেদের খেলায় নজর রাখছেন, একই দল মারাত্মক ভালো খেলছে।
এ নিয়ে সাঙ্গকারা বলেন, ‘দাসুন, তোমাকে এবং শ্রীলঙ্কা দলকে এই বার্তা পাঠানো আমার জন্য খুব আনন্দের এবং সম্মানের। এশিয়া কাপের ফাইনালে মাঠে নামার আগে তোমাদের জন্য আমার শুভকামনা। আমি তোমাদের খেলায় নজর রাখছি।
তোমাদের দল কেবল এই এশিয়া কাপ নয় পুরো মাসজুড়ে যেই ক্রিকেট খেলছো এটা অনুপ্রেরণামূলক। তোমরা মারাত্মকরকম ভালো খেলছো। তোমরা সবাই একেকজন নেতা।’
দলের এমন পারফর্মম্যান্সের পর দেশের সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে দাসুন শানাকার নেতৃত্বাধীন এই দল। একই সাথে সাঙ্গাকারাও ধন্যবাদ জানিয়েছেন দলকে। তিনি বলেন, ‘দল যখন খাদের কিনারায় তখনই তোমরা নিজেদের সেরা পারফরম্যান্স দেখাচ্ছো। যা সবাইকে অনেক আনন্দ দিচ্ছে। এর মাধ্যমে তোমার দল শ্রীলঙ্কার সবার ভালোবাসার পাত্র হয়ে উঠছো। সবকিছুর জন্য তাই ধন্যবাদ।’
আজ জিততে পারলেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে শ্রীলঙ্কা। তাইতো ফাইনাল ম্যাচেও শ্রীলঙ্কাকে একটি দল হয়ে খেলার পরামর্শই দিয়েছেন কিংবদন্তি সাবেক ক্রিকেটার সাঙ্গাকারা।
তিনি বলেন, ‘আর কেবল একটি ম্যাচে তোমরা তোমাদের সেরাটা উপহার দাও। তোমাদের এই দলে অবিশ্বাস্য সব প্রতিভা এবং যোগ্য ক্রিকেটার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা একটা দল হয়ে খেলছো। এখন মাঠে যাও এবং শিরোপা নিয়ে আসো। গুড লাক।’