স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপে এবার সর্বোচ্চ ছয়টি গোল করেছেন হ্যারি কেন। ফাইনালের আগে সব মিলিয়ে ৬৩ ম্যাচে গোল হয়েছে ১৬৩টি। টুর্নামেন্টে লাল কার্ড দেখেছেন মাত্র চারজন। হলুদ কার্ড ২১৬ জন। বিশ্বকাপে এবার ব্যক্তিগত সর্বোচ্চ আক্রমণ করেছেন নেইমার। তিনি প্রতিপক্ষের গোলমুখে ২৭ বার আক্রমণ করেছেন-
সর্বোচ্চ গোল : ছয়টি, হ্যারি কেন (ইংল্যান্ড)।
মোট গোল : ১৬৩টি।
হলুদ কার্ড : ২১৬টি।
লাল কার্ড : ৪টি।
সফল পাস : ৪৮,৯৯৩।
প্রতি ম্যাচে গড় গোল : ২.৬টি।
প্রতি ম্যাচে গড় কার্ড : ৩.৫টি।
প্রতি ম্যাচে গড় লাল কার্ড : ০.০৬টি।
প্রতি ম্যাচে গড় পাস : ৭৭৭.৭টি।
সর্বোচ্চ গোল : ১৬টি, বেলজিয়াম।
সেরা আক্রমণ : ৩২১ বার, ইংল্যান্ড।
সফল পাস : ৩,৩৩৬ বার, ইংল্যান্ড।
সেরা রক্ষণ : ২৭২টি, ক্রোয়েশিয়া।
সবচেয়ে বেশি আক্রমণ : ২৭টি, নেইমার (ব্রাজিল)।
সর্বোচ্চ দূরত্ব পূরণ : ৬৯ কিমি. জন স্টোনস (ইংল্যান্ড)।
সবচেয়ে বেশি পাস : ৪৮৫টি, সের্গিও রামোস (স্পেন)।
সবচেয়ে বেশি সেভ : ২৭টি, থিবাউ কুর্তোয়া (বেলজিয়াম)।
এক ম্যাচে সর্বোচ্চ গোল : ৭টি (বেলজিয়াম ও তিউনিসিয়া), (ইংল্যান্ড ও পানামা)।
ম্যাচপ্রতি গোল গড় ২.৬।
সর্বোচ্চ আক্রমণের ম্যাচ : ৩১টি, বেলজিয়াম ও তিউনিসিয়া। টুর্নামেন্টে গড় আক্রমণ ১৮.৫টি।
সবচেয়ে বেশি কার্ডের ম্যাচ : ৮টি, বেলজিয়াম ও পানামা। টুর্নামেন্টে গড় ম্যাচে কার্ড ৩.৫টি।
সর্বোচ্চ পাস সম্পূর্ণ : ১২৩৫টি, স্পেন ও রাশিয়া। টুর্নামেন্টে গড় ৭৭৭.৭টি পাস।