স্পোর্টস ডেস্ক : আর কয়েক ঘণ্টা পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। গুজরাট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছিল, আর রাজস্থান ছিল দুইয়ে।
প্রথম দল হিসেবে প্লে অফ ও সবার আগে ফাইনালও নিশ্চিত করেছিল গুজরাট। প্রথম কোয়ালিফায়ারে এই রাজস্থানকেই হারায় তারা। ফাইনালের জন্য একাদশে খুব বেশি পরিবর্তন তারা আনবে বলে মনে হয় না।
সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠছে আলজারি জোসেফের ফর্ম, রাজস্থানের বিপক্ষে সবশেষ ম্যাচে তার দুই ওভারে ছিলেন বেশ খরুচে। তার জায়গায় দেখা যেতে পারে লকি ফার্গুসনকে। প্রথম কোয়ালিফায়ারে নিউ জিল্যান্ড পেসার জায়গা হারান ওয়েস্ট ইন্ডিজের বোলারের কাছে। তারপরও জোসেফই জায়গা ধরে রাখবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল ধারাবাহিক না থাকলেও টিকে থাকছেন একাদশে।
গুজরাটের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, আর সাই কিশোর, যশ দয়াল, মোহাম্মদ শামি, আলজারি জোসেফ।
এদিকে ২০০৮ সালের চ্যাম্পিয়ন রাজস্থানের দ্বিতীয় ফাইনালে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি। যদিও রিয়ান পরাগের ফর্ম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
রাজস্থানের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সাঞ্জু স্যামসন, দেবদূত পাডিক্কাল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, ওবেড ম্যাকয়।