ফরিদপুরে জোড়া খুনের মামলায় নিহতের স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ফরিদপুরে কলেজশিক্ষিকা সাজিয়া বেগম ও ব্যাংক কর্মকর্তা ফারুক হোসেনের হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

সোমবার রাতে নিহত সাজিয়ার ফুপু আফসারী আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে এ মামলাটি দায়ের করেন।

এদিকে পুলিশ নিহত কলেজশিক্ষিকার স্বামী শেখ শহিদুল ইসলামকে এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়েছে।

কলেজশিক্ষিকা সাজিয়া বেগম ও ব্যাংক কর্মকর্তা ফারুক হোসেনের লাশ দুটো তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

কলেজশিক্ষিকা সাজিয়া খুনের ঘটনায় ফুঁসে উঠেছে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে কলেজের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা খুনের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।

এদিকে নিহত কলেজশিক্ষিকার পরিবারের পক্ষ থেকেও বিচার দাবি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি এ.এফ.এম নাসিম জানান, জোড়া খুনের বিষয়টি গুরুত্বসহকারে নেয়া হয়েছে। অচিরেই এ খুনের রহস্য উদঘাটন সম্ভব হবে।

উল্লেখ্য, রোববার রাতে শহরের ঝিলটুলী এলাকার একটি ফ্ল্যাট থেকে সাজিয়া বেগম ও ফারুক হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধহয়রানি করতেই দুদকে জিজ্ঞাসাবাদ: তাবিথ আউয়াল
পরবর্তী নিবন্ধরমজান মাসে দ্রব্যমূল্য বাড়বে না: সাঈদ খোকন