ফটিকছড়ির পাইন্দং ইউনিয়ন থেকে জানে আলম নামে এক ব্যবসায়ী নিখোঁজ !!! 

আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম :
ফটিকছড়ির দক্ষিণ পাইন্দং ইউনিয়নের খলিফার বাড়ির মরহুম সোনা মিয়ার পুত্র জানে আলম নামে একজন ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। পাইন্দং চামারদিঘীতে তার একটি কুলিং কর্নার রয়েছে। এলাকায় তিনি মামুন ও বাবুলের বাবা বলে পরিচিত।
১৪ সেপ্টেম্বর শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি তার ব্যবসার কাজে মানিকছড়ি উপজেলার গাড়িটানা বাজারের উদ্দেশ্যে বের হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গাড়িটানা বাজারে
তার ৩টি বর্গা গরু ছিল, গরু গুলো বিক্রি করে তিনি ৬৯ হাজার ৫শত টাকা পেয়েছেন । এরপর আনুমানিক সকাল পৌনে ৯টায় তার বড় ছেলে বাবুলকে ফোন দিয়ে কান্নাজড়িত কন্ঠে কথা বলার এক পর্যায়ে ফোনের লাইন কেটে যায়। তারপর থেকে তার ব্যবহৃত ফোনটি বন্ধ রয়েছে এবং তার আর কোন ধরনের খোঁজ পাওয়া যায়নি।
এদিকে ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তার খোঁজ না পাওয়ায় তার পরিবার ১৫ সেপ্টেম্বর ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়রী (ডায়রী নং-৫৬)  করেন।
কোন সু-হৃদয়বান ব্যাক্তি জানে আলম সওদাগরের সন্ধান পেলে নিন্ম মোবাইল নাম্বারের যোগাযোগের অনুরোধ রইল। ০১৮৩৮-২৫৩৫২৮ (মামুন)
পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে হারিয়ে আফগানদের নতুন ইতিহাস
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংক লিমিটেডের পালামগঞ্জ শাখা নতুন ভবনে স্থানান্তর