ফটিকছড়িতে ৫২ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ 

আলমগীর নিশান :

ফটিকছড়ির ভূজপুরে ৪ হিন্দু পরিবারসহ ৫২ অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক সংগঠন “বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন”।

২০ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে সেলাই মেশিন বিতরন উপলক্ষে ভূজপুর হযরত আবু বক্কর সিদ্দীক (রাঃ) মাদ্রাসা মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর সভাপতিত্ত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ভূজপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী ও ফটিকছড়ি পৌর প্যানেল মেয়র জসিম উদ্দীন চৌধুরী।

সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা নিজাম উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোহাম্মদ লোকমান, কাজী শোয়াইব চৌধুরী, মাওলানা মুফতি নোমান, মাওলানা দিদারুল আলম, মাওলানা নুরুল আলম নুরু, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, হাফেজ সেলিম মাহমুদ, মাওলানা হারুন, ব্যবসায়ী আমান উল্লাহসহ আরো অনেকে।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজের দেড় বছর পর বাসায় ফিরলেন র‌্যাব কর্মকর্তা
পরবর্তী নিবন্ধকাঞ্চননগর প্রবাসী মানব কল্যান সংস্থার ২১ শে ফেব্রুয়ারী উদযাপন ও শিক্ষা সামগ্রী বিতরন