ফটিকছড়িতে দোকান ঘর নির্মাণে বাঁধা, হত্যার হুমকী ও চাঁদা দাবীর অভিযোগ

আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম ;
ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়ায় কেনা সম্পত্তিতে দোকান ঘর নির্মাণে বাঁধা প্রদান, হত্যার হুমকী ও চাঁদা দাবীর অভিযোগ তুলেছেন সোলতান আহমদ নামের এক প্রাক্তন সরকারী কর্মকর্তা। তিনি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় ছিলোনিয়া গ্রামের হরিণাদিঘী এলাকার মৃত মুন্সি মিয়ার পুত্র। সোলতান আহমদ দীর্ঘদিন স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
অভিযুক্ত ব্যক্তির নাম জাহেদুল আলম। তিনি পাইন্দং ইউনিয়নের মোল্লার বাড়ীর সিরাজ কেরানীর ছেলে।
১৮ জানুয়ারী শনিবার বিকালে সোলতান আহমদ গণ-মাধ্যমকর্মীদের অভিযোগ করে বলেন, তিনি বিগত ২০০৩ সালে পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া স্কুলের পাশে নগদ টাকার বিনিময়ে ১৮ শতক জায়গা ক্রয় করেন। ক্রয় করার পর থেকে জায়গাটি তিনি ভোগ-দখল করে আসছে এবং তার কাছে প্রয়োজনীয় দলিল পত্রাদিও আছে।
সাম্প্রতিক সময়ে তার দখলীয় জায়গাতে দোকান ঘর নির্মাণ করতে গেলে পাইন্দং এলাকার জনৈক জাহেদুল আলম জায়গা পাবে দাবী করে তার সাঙ্গ – পাঙ্গ নিয়ে নির্মাণ কাজে বাঁধা প্রদান করে এবং ফিরোজ নামে একজন নগদ ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অ-স্বীকৃতি জানালে তাকে এবং তার পরিবারবর্গকে হত্যারও হুমকী দেয়।’
সোলতান আহমদের ছেলে নিজাম উদ্দীন অভিযোগ করে বলেন, ‘তার বাবা একজন শান্তি প্রিয় মানুষ। চাকুরীর জমানো আয় দিয়ে একটি জায়গা কিনেছেন। তাতে তারা দোকান ঘর নির্মাণ করতে গেলে চাঁদা দাবী করে জনৈক জাহেদুল আলম ও তার দলবল। চাঁদা দিতে অ-স্বীকৃতি জানালে তারা তাকে তুলে নিয়ে হত্যার করার হুমকী দিচ্ছে। তারা তাদের জীবনের নিরাপত্তা চেয়ে এ সন্ত্রাসী কর্মকান্ডের সুষ্টু বিচার দাবী করেন’। এ সময় তিনি এ ঘটনার বিচার চেয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
এ ব্যাপারে অভিযুক্ত জাহেদুল আলম তার বিরুদ্ধে আনিত অভিযোগকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বলেন, প্রবাস থেকে আসার পর সঞ্চিত টাকা দিয়ে তিনি কিছু জায়গা ক্রয় করেন। তার ক্রয়কৃত জায়গায় তারা দোকান নির্মান করতেছে। তাতে তিনি বাধা দিলে তারা তাকে প্রাণে মেরে ফেলার হুমকী দেয়। পরে তিনি আদালতের আশ্রয় নেন। তিনি আরো বলেন, বৈঠকের মাধ্যমে কাগজ – পত্রাদী যাচাই করে যদি তিনি জায়গা না পাই তাহলে তিনি সেখান থেকে সরে যাবেন এবং তাতে তার কোন আপত্তি থাকবে না বলেও জানান।
পূর্ববর্তী নিবন্ধসৌদি ধনকুবেরের সঙ্গে সম্পর্ক ভাঙল মার্কিন তারকার
পরবর্তী নিবন্ধগণসংযোগ না করে কেউ ঘরে বসে থাকলে কিছু বলার নেই : তাপস