ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবক ও ছাদ ভেঙ্গে গৃহবধুসহ ২জনের মৃত্যু

আলমগীর নিশান ;

সড়ক দুর্ঘটনায় বাবর শাহ (২৭) নামের ফটিকছড়ির এক যুবক ও সমিতিরহাট ইউনিয়নে ছাদ ভেঙ্গে জিনিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত বাবর শাহ ফটিকছড়ির আবদুল্লাহপুর ইউনিয়নের মাহবুব চেয়ারম্যান বাড়ির মোঃ রফিক আহমদের পুত্র।

অন্যদিকে নিহত জিনিয়া আক্তার সমিতিরহাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামের স্থানীয় আবুল কাশেমের স্ত্রী। এ ঘটনায় নিহত গৃহবধুর দুই কন্যা সন্তানও আহত হয়।

বৃহস্পতিবার সকাল ও বিকালে এই দুটি ঘটনা ঘটে।
জানা যায়, একচালা বেঁড়ার ঘরের ছাদে অতিরিক্ত জ্বালানী কাট (লাকড়ী) রাখায় হঠাৎ ছাদটি ভেঙ্গে নিহত গৃহবধুর মাথার উপর পড়ে। পরে প্রতিবেশিরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন।

অন্যদিকে বিকাল ৩টায় বাড়ি ফেরার পথে রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াছিন শাহ সড়কের আমজাদ আলী মাস্টার বাড়ী এলাকায় বাবরের মোটরসাইকেলের সাথে একটি চাঁদের গাড়ির সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত অবস্থায় তাকে স্থানীয়রা একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এঘটনায় এমরান নামে আরও একজন আহত হয়েছেন। আহত এমরানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় বন্ধ হচ্ছে ঢাকা-কলকাতা বাস সার্ভিসও
পরবর্তী নিবন্ধ‘ওয়ালটন পুঁজিবাজার চাঙ্গা করতে পারে’