স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছিলেন ড্যারিল মিচেল। জবাবে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের ফখর জামান। তার সেঞ্চুরিতে ভর করে জিতেছিল পাকিস্তান। শনিবার দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি করেন ড্যারিল। তার সেঞ্চুরির জবাবে যথারীতি ফখর জামানও সেঞ্চুরি করেন। তার অপরাজিত ১৮০ রানের ইনিংসে ভর করে নিউ জিল্যান্ডের ছুড়ে দেওয়া ৩৩৭ রানের টার্গেট ১০ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতে নেয় পাকিস্তান। তাতে সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে ৩৩ রানেই উইল ইয়াং-এর উইকেট হারায় নিউ জিল্যান্ড। এরপর ড্যারিল সতীর্থ চাদ বোয়েসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৮৬ ও টম লাথামকে নিয়ে তৃতীয় উইকেটে ১৮৩ রান তুলে দলীয় সংগ্রহকে ৩৩৬ পর্যন্ত নিয়ে যেতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন।
বোয়েস ৭ চারে ৫১ ও লাথাম ৮ চার ও ১ ছক্কায় ৯৮ রান করে আউট হন। আর মিচেল ১১৯ বলে ৮টি চার ও ৩ ছক্কায় ১২৯ রান করেন। তাতে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রানের বড় সংগ্রহ পায় কিউইরা।
বল হাতে হারিস রউফ ১০ ওভারে ৭৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। অপর উইকেটটি নেন নাসিম শাহ।
৩৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রানেই ইমাম-উল-হকের উইকেট হারায় পাকিস্তান। তিনি ২৪ রান করেন ম্যাট হেনরির বলে আউট হন। সেখান থেকে ফখর জামান ও বাবর আজম দলীয় সংগ্রহকে ২০১ পর্যন্ত নিয়ে যান। এই রানে বাবর আউট হন ৫ চার ও ১ ছক্কায় ৬৫ রান করে। আসাদুল্লাহ শফিক ৭ রানের বেশি করতে পারেননি।
এরপর ফখর ও মোহাম্মদ রিজওয়ান চতুর্থ উইকেটে ৮৬ বলে ১১৯ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
ফখর ১৪৪ বলে ১৭টি চার ৬ ছক্কায় ১৮০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৪১ বলে ৬ চারে ৫৪ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।
অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হন ফখর জামান।