প্রেমিকার প্রেরণায় প্রেমিকের আত্মহত্যা!

‘অবশেষে তুমি স্বর্গে সুখী হতে যাচ্ছ। কোনো যন্ত্রণা নেই। তোমার ভয় পাওয়া ঠিক আছে এবং এটা স্বাভাবিক।’ হতাশাগ্রস্ত প্রেমিককে এভাবেই আত্মহত্যায় উৎসাহ জুগিয়ে বার্তা দিয়েছেন এক তরুণী। ‘শোকাহত প্রেমিকা’ হিসেবে মানুষের সহানুভূতি পেতে এক তরুণী তাঁর প্রেমিককে একের পর এক বার্তা পাঠিয়ে আত্মহত্যায় বাধ্য করেন বলে অভিযোগ উঠেছে। প্রায় তিন বছর আগে প্রেমিকের আত্মহত্যার এ ঘটনায় ওই তরুণী এখন বিচারের সম্মুখীন।

মার্কিন এই তরুণীর নাম মিশেল কার্টার (২০)। তাঁর প্রেমিক ছিলেন কনর‍্যাড রয় নামের এক তরুণ।
প্রেমিককে আত্মহত্যায় বাধ্য করার জন্য মিশেলের একের পর এক বার্তা পাঠানোর তথ্যপ্রমাণ যুক্তরাজ্যের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ব্রিসটল কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে তুলে ধরেন প্রসিকিউটর। গতকাল মঙ্গলবার এ বিষয়ে যুক্তি-তর্কের সময় মিশেল ও কনর‍্যাডের বার্তা বিনিময়ের ছবি আদালতে প্রদর্শন করা হয়।

কনর‍্যাডকে করা মিশেলের বিভিন্ন বার্তা ছিল এমন—
‘তোমাকে এটা করতে হবে কনর‍্যাড।’ ‘তুমি তৈরি আছ। তোমাকে এখন শুধু জেনারেটর চালু করতে হবে এবং এরপরই তুমি মুক্ত হয়ে যাবে, সুখী হবে।’
আরেক বার্তায় প্রেমিককে তিনি লেখেন, ‘অবশেষে তুমি স্বর্গে সুখী হতে যাচ্ছ। কোনো যন্ত্রণা নেই। তোমার ভয় পাওয়া ঠিক আছে এবং এটা স্বাভাবিক। মানে আমি বোঝাতে চাইছি, তুমি এখন মৃত্যুর কাছাকাছি।’
মৃত্যুর ব্যাপারে প্রেমিক কনর‍্যাড সন্দেহ প্রকাশ করলে মিশেল তাঁকে জোর করতে থাকেন। তিনি লেখেন, ‘আমি ভেবেছিলাম তুমি এটা করতে চাও। এটার এখনই সময় এবং তুমি তৈরি আছ…শুধু তা করে ফেলো বেব।’ ‘আর জোর করা যায় না। আর অপেক্ষা করা যায় না।’ তিনি লিখেই যাচ্ছিলেন।

রয় বিশ্ববিদ্যালয়ে শরৎকালীন সেমিস্টারে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। ২০১৪ সালের ১৩ জুলাই কনর‍্যাড রয়কে মৃত অবস্থায় ম্যাসাচুসেটসের ফেয়ারহেভেনসে কেমার্ট গাড়ি পার্কিংয়ে তাঁর গাড়িতে পাওয়া যায়। গাড়ির ভেতর কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়।

দুজনের মধ্যে বার্তা বিনিময় থেকে দেখা যায়, আত্মহত্যার একপর্যায়ে কনর‍্যাড দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং তিনি তাঁর পিকআপ ট্রাক থেকে বের হয়ে যান। ওই সময় মিশেল রেগে গিয়ে তাঁকে গাড়িতে ফিরে যেতে নির্দেশ দেন।
কনর‍্যাডের মৃত্যুর পর মিশেল মানসিক সুস্থতার বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য অর্থ সংগ্রহ শুরু করেন এবং প্রেমিকের স্মরণে বিভিন্ন অনুষ্ঠানে সেই অর্থ দান করেন।

গতকাল মঙ্গলবার আদালতে কনর‍্যাডের মা লিন রয় বলেন, ছেলে আত্মহত্যা করতে পারে—এমন কোনো ধারণা তাঁর ছিল না। ছেলেকে তাঁর কিছুটা হতাশ মনে হতো। মৃত্যুর দিনও কনর‍্যাড মা ও বোনকে নিয়ে ওয়েস্ট পোর্টে সৈকতে বেড়াতে গিয়েছিলেন। বোনের সঙ্গে খুনসুটি করেছিলেন। তিনি যে বৃত্তি পেয়েছিলেন তা নিয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন।
কনর‍্যাডের মা জানান, ছেলের মৃত্যুর পর তাঁকে সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন মিশেল। তাতে লিখেছিলেন, ‘আমি তাঁকে (কনর‍্যাড) ভালোবাসতাম। আমি জানি, আমি অনেক ছোট। কিন্তু তাঁর সঙ্গে আমার বাকি জীবন কাটাতে চেয়েছিলাম।’

অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যারিক্লেয়ার ফ্লিন তরুণীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মিশেল কনর‍্যাডকে দাবার ঘুঁটির মতো ব্যবহার করেছেন। ‘শোকাহত প্রেমিকা’ হিসেবে তিনি সবার মনোযোগ আকর্ষণ করতে চেয়েছিলেন। তিনি আত্মহত্যার ক্ষেত্রে কনর‍্যাডের যেসব দ্বিধা ছিল তা একে একে খণ্ডন করেছেন। তাঁকে নিশ্চিত করেছেন যে তাঁর পরিবার বুঝতে পারবে কেন তিনি আত্মহত্যা করেছেন। সহায়তা করার জন্য আত্মহত্যার বিভিন্ন প্রক্রিয়া অনুসন্ধান করেছেন এবং কনর‍্যাডকে নিশ্চিত করেছেন যে তিনি সফল হবেন। এমনকি আত্মহত্যা করতে কনর‍্যাডকে গড়িমসি থামাতে বলেছেন এবং তাঁর দ্বিধা নিয়ে বিদ্রূপ করেছেন।

এদিকে মিশেলের আইনজীবী জোসেফ কাটালডো বাক্‌স্বাধীনতার কথা বলে মামলা থেকে মিশেলের অব্যাহতি চান। তিনি বলেন, কনর‍্যাড পারিবারিক সমস্যার কারণে হতাশায় ভুগছিলেন। তিনি এর আগেও অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
তবে আদালতের বিচারক বলেন, মার্কিন সংবিধান আত্মহত্যায় উৎসাহ দেওয়াকে সমর্থন করে না।
সূত্র বিবিসি

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি ক্রিকেটাররা ‘ভয়’ পায়!
পরবর্তী নিবন্ধব্রাহ্মণরাও গো-মাংস খেতেন : বিজেপি নেতা