পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন নির্বাচনে ওয়ারেন বাফেটের প্রার্থী হিলারী ক্লিনটন হারলেও ব্যবসায়ে তিনি তরতর করে এগিয়ে যাচ্ছেন।
নির্বাচনের পরেই তিনি ১২ বিলিয়ন ডলারের শেয়ার কিনেছেন। বের্কশায়ার হ্যাথওয়ে ইনকর্পোরেশনের নামে এই শেয়ারগুলো কেনা হয়েছে।
শুক্রবারে রাতে পিবিএস টিভিতে প্রচারিত টকশোতে তিনি এসব তথ্য জানান।
বাফেট জানান, নির্বাচনের হিলারি হারার পর তিনি আরো বেশি শেয়ার কিনেছেন। নভেম্বরের মাঝামাঝি তিনি শেয়ারগুলো কিনেছেন বলে জানান বাফেট।
বাফেট বলেন, ট্রাম্প ৪ শতাংশ জিডিপি বৃ্দ্ধি করতে চাচ্ছেন, কিন্তু তিনি যদি ২ শতাংশও করতে পারেন তবে তা হবে বিষ্ময়।
গত বছরে ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে আমেরিকায়।
গত ৮ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারী ক্লিনটনকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।