প্রস্তা‌বিত অর্থ আইন ২০১৯ এ চট্টগ্রাম কর আইনজীবী স‌মি‌তির প্র‌তিবাদ সভা

এম এইচ সোহেল, চট্টগ্রাম:
আয়কর আইনজীবিদের যে কোন রেজিষ্ট্রার্ড ট্যাক্সেস বার এসোসিয়েশনের সদস্য হওয়া
বাধ্যবাধকতা বিলোপের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে
চট্টগ্রাম কর আইনজীবি সমিতি। ১৮ জুন মঙ্গলবার দুপুর ১২ টায় আগ্রাবাদ মোড়ে বার
এসোসিয়েশনের সদস্য হওয়া বাধ্যবাধকতা বিলোপের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ
জানিয়ে বক্তারা বলেন, এনবিআরের সার্টিফিকেট নিয়ে কেউ আইন প্রাক্টিস করতে পারবে
না বলে হুশিয়ারী উচ্চারণ করেন। তারা অতিসত্বর বিলোপের প্রস্তাব রহিত করার
আহবান জানান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা আরো বলেন, আয়কর
অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৭৪ এর (২)(এফ) ধারার প্রোভাইসো বিলুপ্ত করার প্রস্তাব
করে। যা ছিল “Provided that such an income tax practioner shall be a member
of any registerd Taxes Bar Association.” যার ফলে আয়কর অঙ্গনে অবৈধ
প্রতিনিধিত্বে দৌঁড়াত্ব বৃদ্ধি পাবে এবং এ জটিল আইন পেশা পরিচালনার জন্য
যেখানে জাতীয় রাজস্ব বোর্ড ন্যূনতম ¯œাতক ডিগ্রীধারী ব্যক্তিকে লিখিত ও মৌখিক
পরীক্ষা গ্রহণের মাধ্যমে সনদ প্রদান করে থাকেন সেক্ষেত্রে উল্লেখিত প্রোভাইসো
বিলোপের প্রস্তাব যে কোন ব্যক্তি কর মামলায় প্রতিনিধিত্ব করার প্রবাণতা বৃদ্ধি
পাবে। তাছাড়া অবৈধ প্রতিনিধিত্বের ফলে সরকার কাঙ্খিত রাজস্ব আদায় থেকে বঞ্চিত
হবে। প্রতিনিধিত্বের কোন প্রকার জবাবদিহীতা থাকবে না ফলে করাঙ্গনে বিশৃঙ্খলা
সৃষ্টি হবে। যে সময়ে কর রাজস্ব আদায়ে কর আইনজীবিদের ভূমিকা ও অধিকতর
জবাবদিহীতার লক্ষ্যে বাংলাদেশ বার কাউন্সিলের অনুসরণে “বাংলাদেশ কর কাউন্সিল”
গঠনের লক্ষ্যে কর আইনজীবিদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স
এসোসিয়েশনের মাধ্যমে দাবী জানিয়ে আসছে। এ সময়ে এ ধরনের পদক্ষেপ গ্রহণের ফলে
জাতীয় রাজস্ব আদায় বিঘিত হবে। ফলে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হবে
বলে বক্তারা বলেন। তাই এ বিষয়াদির গুরুত্ব অনুধাবনপূর্বক প্রস্তাবিত সংশোধনী
রহিত করার জোর দাবী জানাচ্ছি। মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম কর আইনজীবি
সমিতির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দীন, সমিতির সেক্রেটারী মো. জাহাঙ্গির আলম,
প্রাক্তন সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান, এডভোকেট মোস্তফা কামাল মুনছুর, আলহাজ্ব
মাহফুজুল হক মণি, জয়শান্ত বিকাশ বড়–য়া, প্রাক্তন সেক্রেটারী এডভোকেট সালা
উদ্দীন চৌধুরী শাহীন, এড. ওমর ফরুক, নূর হোসেন, আনিসুর রহমান, এড. মাসুদুল হক,
এড. আহসান উল্লাহ, এড. আবদুল বারীসহ আইনজীবি সমিতির প্রাক্তন নেতৃবৃন্দ ও
আইনজীবিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধপুলিশ সদস্যের বিরুদ্ধে নববধূকে নির্যাতনের অভিযোগ