মিয়ানমারের সেনাদের বর্বরতার হাত থেকে বাঁচতে সন্তান প্রসবের পর নাড়ি না কেটেই দৌড়াতে হয়েছিল বলে জানিয়েছেন হামিদা নামে ৩০ বছরের এক রোহিঙ্গা নারী।
হামিদা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডুতে কুয়াচং নামের একটি গ্রামে বাস করতেন তারা।
২ সেপ্টেম্বর মিয়ানমার সেনাবাহিনী এবং মগ বৌদ্ধরা তাদের গ্রামে হামলা চালায়। সে সময় তিনি ছিলেন পূর্ণকালীন গর্ভবতী। সন্তান প্রসবের সময়ও চলে এসেছে। এমন সময়ই তিনি বাইরে আর্তনাদ ও বিস্ফোরণের শব্দ শুনতে পান।
হামলার কথা বলতে গিয়ে তার চেহারা ফ্যাকাসে হয়ে আসে। তিনি বলেন, বর্মি সেনা ও মগরা আমাদের গ্রামে হামলা চালায়। তারা আমাদের দিকে রকেট লঞ্চার নিক্ষেপ করে। আমাদের দিকে তেড়ে আসে। আমরা দৌড়ে পালানোর সময়ও আমাদের দিকে গুলি ছুড়তে থাকে।
এরপর তারা পুরো গ্রাম আগুনে জ্বালিয়ে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।আমার বাচ্চা প্রসবের সময় হয়ে এসেছিল। আমি আমার স্বামী ও ছয় সন্তানসহ জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হই।
এরপর ৪৮ ঘন্টা জঙ্গলে লুকিয়ে ছিলাম আমরা। সেমসময়ই আমার প্রসব বেদনা শুরু হয়। অথচ আমাদের কাছে একটি বিছানাও ছিল না। বাচ্চাকে রাখার মতো কোনো কাপড়ও ছিল না। বাধ্য হয়েই আমি জঙ্গলের মাটিতে শুয়ে পড়ি।
প্রসব বেদনা শুরু হওয়ার তিন ঘণ্টার মধ্যেই আমি একটি স্বাস্থ্যবান ছেলে শিশুর জন্ম দিই। কিন্তু হঠাৎ করেই জঙ্গলে হাঙ্গামা শুনতে পাই। বর্মি সেনা ও মগ বৌদ্ধরা আসছে। ভয়ে আমরা দৌড়ানো শুরু করি। অথচ প্রসবকৃত বাচ্চাটির নাড়িও কাটা হয়নি তখনো। নাড়ি না কেটেই বাচ্চাকে নিয়ে দৌড় দিই আমি। তারা আমাদেরকে তাড়া করছিল। তাদের হাতে ছিল ছুরি ও বন্দুক।
তীব্র ব্যথা আর যন্ত্রণায় কাতরাচ্ছিলাম আমি। কিন্তু আমার কিছুই করার ছিল না। তারা যদি আমাদেরকে ধরতে পারে তাহলে আমাদেরকে হত্যা করবে।
এভাবে কতক্ষণ দৌড়েছিলেন- হামিদার তা মনে নেই। ভয় আর আতঙ্কে অন্ধের মতো বাচ্চাকে বুকে আঁকড়ে ধরে দৌড়াচ্ছিলেন হামিদা। আর আল্লাহর কাছে বিড়বিড় করে দোয়া করছিলেন যে বাচ্চাকে রক্ষা করতে পারেন।
এরপর যখন নিরাপদ দূরত্বে চলে আসতে পেরেছেন তখন হামিদার স্বামী একটি বাঁশ কেটে দুই ফালি করেন। বাঁশের ফালি দিয়ে তার স্বামী সঙ্গে থাকা পুরনো একটি চাপাতির ব্লেড ধারালো করেন। এরপর তা দিয়ে বাচ্চার নাড়িটি কাটেন।
হামিদা ও তার পরিবার জঙ্গলে আরো তিন দিন কাটান। হামিদার সন্তান প্রসবের ধকল কাটিয়ে সুস্থ হওয়ার জন্যই তারা জঙ্গলে অবস্থান করেন। হামিদা ও তার স্বামী তাদের নবজাতকের নাম রাখেন হোসাইন সাহিব।
এরপর তারা বাংলাদেশের রওনা হন। তাদের সঙ্গে ছিল সামান্য খাবার। তাও আবার ময়লাযুক্ত। কোনো পানি ছিল না।
হামিদা বলেন, ‘আমরা খোলা আকাশের নিচে মাটিতে শুয়েই ঘুমিয়েছি। আমাদের সঙ্গে কোনো খাবার ছিল না। পানিও ছিল না। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে কাঁদছিল। ‘
এভাবে আরো দুই দিন হাঁটার পর তারা বাংলাদেশ সীমান্তে নাফ নদীর তীরে এসে পৌঁছান। এক মাঝি তাদের দুর্দশা দেখে দুঃখ পান। এবং তাদেরকে বিনা পয়সায় নদী পার করে দেন। এরপর ওই মাঝি তাদেরকে নিজ বাড়িতে নিয়ে যান এবং তাদেরকে খাবার খেতে দেন। অনেকদিন পর খাবার খেতে পেয়ে বাচ্চারা খুশি হয়। ওই মাঝির বাড়িতে তারা দুই রাত থাকেন।
সেখান থেকে তারা ঘুমধুমের অস্থায়ী উদ্বাস্তু ক্যাম্পে যান। যেখানে আরো ৫ হাজার রোহিঙ্গা অস্থায়ীভাবে বাস করছিল। হামিদার স্বামী কিছু বাঁশ এবং তাঁবু এনে একটি অস্থায়ী আবাস গড়েন। ওই দয়ালু বাঙালি মাঝি তাদেরকে আসার সময় রান্নার পাত্র এবং একটি কম্বলও দিয়েছিলেন। সবমিলিয়ে তারা একটি ঘর বানানোর চেষ্টা করেন।
কান্নাজড়িত কণ্ঠে ১৫ দিনের সন্তানের দিকে তাকিয়ে হামিদা বলেন, ‘আমরা এখানে আসতে চাইনি। এখানে আমাদের কোনো সুখ নেই। কিন্তু আমাদের কিছুই করার ছিল না। না আসলে আমাদেরকে মেরে ফেলা হতো। ‘
হামিদার কান্না দেখে ছোট্ট শিশু হোসাইনও কেঁদে উঠল।
বাচ্চাটির দিকে তাকিয়ে হামিদা বললেন, ‘সে ক্ষুধার্ত। কিন্তু আমার কিছুই করার নেই। খাবার খেতে না পারায় আমার বুকেও কোনো দুধ নেই। ‘ খেতে না পেয়ে হামিদা নিজেও দুর্বল হয়ে পড়েছেন। কুঁকড়ে গেছেন।
অন্য বাচ্চারাও এসে হামিদার কাছে হাত পেতে খাবার চাইছে। কিন্তু হামিদার কাছে কিছুই নেই তাদেরকে দেওয়ার মতো। হামিদার স্বামী গিয়ে ত্রাণের খাবার ও পানি নিয়ে এসেছে। কিন্তু হামিদা জানত সেখানে সবার জন্য যথেষ্ট পরিমাণে খাবার নেই। ফলে তাকে আবারও ক্ষুধা নিয়েই ঘুমাতে যেতে হবে।
গত ২৫ আগস্ট রাখাইন থেকে যে সাড়ে চার লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে এসেছে হামিদা তাদেরই একজন। এমন আরো অসংখ্য রোহিঙ্গা মা সন্তানদের খাবার দিতে না পেরে এবং নিজেও পেটে ক্ষুধা নিয়েই প্রতিরাতে ঘুমাতে যান।
সূত্র : ডেইলি মেইল