নিউজ ডেস্ক:
প্রবাসীকল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলী মহাপরিচালক সঞ্চিতা হক। তাকে তিন বছরের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (৪ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব আফছানা বিলকিস সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রবাসীকল্যাণ ব্যাংক আইন ২০১০ এর ধারা (১০)(১)(ছ) অনুযায়ী ফাইয়াজ মুরশিদ কাজী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলীর মহাপরিচালক অন্যত্র বদল হওয়ায় তার পরিবর্তে সঞ্চিতা হক প্রবাসীকল্যাণ ব্যাংকের পরচালনা পর্ষদে পরিচালক হিসেবে তার যোগদানের তারিখ থেকে বর্তমান পদে কর্মরত থাকাকালীন (সর্বোচ্চ ৩ বছর) মেয়াদে নিয়োগ দেওয়া হলো।