মঙ্গলবার ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন।
এর আগে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। মামলার নথি সূত্রে জানা যায়, ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ করার কথা ছিল। ওই সমাবেশের প্যান্ডেল তৈরির সময়ে ২০ জুলাই ওই কলেজের পাশ থেকে ৭৬ কেজি শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার মামলা করে পুলিশ। পরে ঘটনার তদন্ত করে হুজি নেতা মুফতি হান্নানসহ ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর থেকেই আসামি সারোয়ার হোসেন মিয়া পলাতক ছিলেন।এ মামলায় গত ২০ আগস্ট দশ আসামিকে গুলিতে মৃত্যুদণ্ড, এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং সারোয়ার হোসেন মিয়াসহ তিন আসামির ১৪ বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করে বিচারক। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১) ধারার বিধান মতে ট্রাইব্যুনাল মৃত্যুদন্ডসহ অন্যান্য দণ্ড দেয়।