প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মামলা

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ ৭-৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে বড়দল গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মালী বাদী হয়ে আশাশুনি থানায় এ মামলা করেছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। আসামিরা হলেন, বড়দল গ্রামের সুমন সানা (৩০), আয়ুব সরদার ও শামছুদ্দীন গাজীসহ (৫০) অজ্ঞাত আরও ৭-৮ জন।

মামলার এজাহারে বলা আছে, বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুমন সানা, আয়ুব সরদার ও শামছুদ্দীন গাজীসহ অজ্ঞাত আরও কয়েকজন খেয়াঘাট বাজারের পাশে বসে এলাকায় নাশকতা সৃষ্টির জন্য গোপনে বৈঠক করছিলেন। খবর পেয়ে নুরুজ্জামান সেখানে উপস্থিত হলে আসামিরা আমাকে গালিগালাজ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদ করলে তারা তাকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে অভিযোগপত্রে থাকা ১০ জন সাক্ষীসহ আরও অনেকে সেখানে উপস্থিত হলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে।

ওসি জানান, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ অনেকে এসে অভিযোগপত্র দিয়ে গেছেন। অভিযোগ তদন্তের জন্য ইতোমধ্যে উপ-পরিদর্শক (এসআই) সুধাংশ শেখরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।

পূর্ববর্তী নিবন্ধচাঁপাই পৌর গোরস্থানে ৪ জঙ্গির লাশ দাফন
পরবর্তী নিবন্ধনারীদেরকে হেডস্কার্ফ পরার আহ্বান অস্ট্রিয়ার প্রেসিডেন্টের