প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদি

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার (২৮ সেপ্টেম্বর) এক বার্তায় মোদী এ শুভেচ্ছা জানান। ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশনের টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে পুষ্পার্ঘের ওপর কাগজে শেখ হাসিনার প্রতি নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা রয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ৭৬ বর্ষে পদার্পণ করেছেন।

১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছার ঘরে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। বর্তমানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করছেন।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেন।

তিনি ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে আরও ১১৭৩ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৭০ হাজার
পরবর্তী নিবন্ধ৩ দিন পর হিমালয়ের মরদেহ উদ্ধার, বাকরুদ্ধ নববধূ বন্যা