প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ব্যাচের নির্মাণকাজ উদ্বোধন করতে বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদী যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রকল্প এলাকাসহ এর আশপাশের এলাকাজুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ঈশ্বরদী বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা ও ঈশ্বরদী পৌর এলাকার প্রধান সড়কসহ ১২ কিলোমিটার পথজুড়ে চলছে তোরণ নির্মাণ ও রাস্তা সংস্কারের পাশাপাশি রূপপুর প্রকল্প এলাকায় বৃক্ষ রোপণসহ সৌন্দর্যবর্ধন কাজ।
রাশিয়ান রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন (রসাটমের) নেতৃত্বে ২০১৩ সালে শুরু হয় দেশের সবচেয়ে ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কাজ।
সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্পের আওতাধীন বিদ্যুৎ কেন্দ্রটির সার্বিক কার্যক্রম সরাসরি তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রয়োজনীয় দিকনির্দেশনায় রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রকল্পসংশ্লিষ্টরা।
এ বিষয়ে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, প্রথম ব্যাচের কংক্রিট ঢালাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পটির জেনারেল কন্ট্রাক্টর রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশনের মহাপরিচালক আলেক্স্রি লিখাচেভ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ যোগ দেবেন বিশেষ অতিথি হিসেবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
জেলা প্রশাসক রেখা রানী বালো জানান, অনুষ্ঠানকে সফল করতে প্রশাসনিক পর্যায়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবান-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স জানান, দলীয় সভা নেত্রীর আগমন উপলক্ষে দলীয় কার্যালয়ে দফায় দফায় প্রস্তুতি সভা করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।